
অমিতাভ বচ্চনের জন্ম ১৯৪২ সালের ১১ অক্টোবর উত্তরপ্রদেশের এলাহাবাদে। বাবা বিখ্যাত কবি হরিবংশ রাই বচ্চন এবং মা তেজি বচ্চন। হিন্দী ফিল্মের ‘শাহেনশাহ’ খ্যাত অমিতাভের আসল নাম অমিতাভ শ্রীবাস্তব। বাবা হরিবংশ শ্রীবাস্তব ‘বচ্চন’ ছদ্মনামে লিখতেন,কালক্রমে সেটাই হয়ে ওঠে অমিতাভদের পদবী।
অমিতাভ বচ্চনের ক্যারিয়ারের শুরুটা তার পক্ষে ছিল না। প্রথম ছয় সাতটা ছবি ফ্লপ করার পর ‘ফ্লপমাস্টার’ নামটাও শুনতে হয়েছে। ছয়ফুট তিন ইঞ্চি উচ্চতার এই নায়ক ছিলেন তখন নায়িকাদের পাশে বেমানান। প্রযোজক পরিচালকরা ভাবতেন তাকে দিয়ে নায়কগিরি হবে না! তার কন্ঠস্বর বা ভয়েজকে বলা হয় এখন ‘গোল্ডেনভয়েজ’ কিন্তু অল ইন্ডিয়া রেডিওর অডিশনে তিনি বাদ পড়েছিলেন। এই অমিতাভ বচ্চন শেষমেষ ‘হিট ছবির’ আইকনে পরিনত হন এবং ৮৩ বছর বয়সের এই মানুষটা এখনও আলোচিত এক নাম।অভিনেতা হিসেবে পদ্মভ‚ষণ,পদ্মবিভ‚ষণ,জাতীয় ্এবং ফিল্মফেয়ার পুরস্কারসহ অসংখ্য পুরস্কার জিতেছেন।
তাঁর অভিনীত দশটি সেরা ছবির কোনটি প্রথমে আসবে? ‘শোলে ’এর কথাই বেশিরভাগ মানুষ বলবে। ১৯৭৫ সালে মুক্তি পাওয়া রমেশ সিপ্পির শোলে হিন্দী ছবির সবচাইতে ব্যবসা সফল ছবি। একই বছরে মুক্তি পেয়েছিল ‘দেওয়ার’। শোলে ছবির মতো দেওয়ার এর ডায়ালগ ‘মেরে পাছ মা হায়’ মানুষের মুখে মুখে ফিরতো। ১৯৮৩ সালে মুক্তি পাওয়া দারুন আলোচিত ও ব্যবসা সফল ছবি ‘কুলি’। এই ছবির শুটিংয়ে আহত হবার পর হাসপাতালে থাকতে হয়েছিল বেশ কিছুদিন। সারা ভারতজুড়ে তার জন্য প্রার্থণা করেছিল মানুষ।
শোলের মতো আরেক ইতিহাস গড়া ছবি ‘ডন’। পরে এই ছবির রিমেক হয়েছে এবং শাহরুখ খান নতুন ডন এ অভিনয় করেছেন। অমিতাভের আরেক আলোচিত ছবি ‘পিকু’। বৃদ্ধ বাবা ভাস্কর ব্যানার্জীর চরিত্রে অমিতাভ ছিলেন দুর্দান্ত। ১৯৯০ সালে মুক্তি পাওয়া তুমুল আলোচিত ছবি ‘অগ্নিপথ’ যেখানে বিজয় দীননাথ চৌহান চরিত্রে ছিলেন অমিতাভ। এই ছবিতে জাতীয় পুরস্কার পান তিনি।
‘মোহাব্বতে’ মুক্তি পায় ২০০০ সালে। শিক্ষাজীবনের শৃংখল ভাঙ্গতে চাওয়ার এক গল্পে অভিনয় দিয়ে নিজেকে নিয়েছেন ভিন্ন উচ্চতায়।২০০৩ এ মুক্তি পায় ‘ভাগবান’। বয়সের সাথে সাথে পরিবার প্রথান বাবা ও মা’র সংকট তুলে ধরা হয় এই ছবিতে। মানুষ কেঁদেছে এই ছবি দেখে।
২০০৫ এ মুক্তি পাওয়া আরেক ছবি ‘সরকার’এর মাফিয়া চরিত্রে তিনি ছিলেন দারুন সফল। ২০০৫ এ মুক্তি পাওয়া সঞ্জয় লীলা বানসালির ‘ব্ল্যাক’ অমিতাভ বচ্চনের জীবনের অন্যতম সেরা ছবি। খুব আলোচিত হয়েছিলেন এই ছবিতে অভিনয় করে। তেমনই এক আলোচিত ছবি ‘পা’। বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অনবদ্য এক অভিনয়ের স্মারক রেখেছেন তিনি এই ছবিতে।
মন্তব্য করুন