
হাই-প্রোফাইল অভিনেতারা ছবিতে অভিনয় করার জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়ে থাকেন, শুধু চলচ্চিত্র থেকেই অভিনেতারা আয় করেন বিষয়টা এমনও নয়, এক্ষেত্রে অনেক অভিনেতাই তাদের ব্র্যান্ড ভ্যালুকেও পুরোপুরি কাজে লাগান, এছাড়া বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানেও বিনিয়োগ আছে পৃথিবীর অনেক বিখ্যাত চলচ্চিত্র অভিনেতার। এ বছর মার্কিন সাময়িকী এসকোয়ার এমনই এক প্রতিবেদন করেছে যেখানে সবচেয়ে জনপ্রিয় ধনী অভিনেতাদের তালিকা করা হয়েছে সে তালিকায় উঠে এসেছে ১০ জনের নাম, তালিকাটি করা হয়েছে অভিনেতাদের মোট সম্পত্তির ভিত্তিতে।
তালিকার প্রথম নামটি ‘টার্মিনেটর’ খ্যাত অভিনেতা আর্নল্ড শোয়ার্জিনেগারের, ৭৭ বছর বয়সী এই অভিনেতার সম্পদের পরিমাণ ১.৪৯ বিলিয়ন ডলার। অভিনয়ের পাশাপাশি রিয়েল স্টেটের বিশাল ব্যবসা রয়েছে তার, রাজনীতিতেও নাম লিখিয়েছেন তিনি।
তালিকার দু নম্বরে আছেন একসময় রেসলিংয়ে ঝড় তোলা ‘দ্য রক’ ডোয়াইন জনসন। ডব্লীউডব্লীউই দিয়ে অভিনয়ে ক্যারিয়ার শুরু করলেও হলিউডে এখন প্রথম সারির অভিনেতা ডোয়াইন জনসন। তার সম্পদের পরিমাণ ১.১৯ বিলিয়ন ডলার।
তালিকার তিন নম্বরে আছে টম ক্রুজের নাম। দর্শকদের কাঙ্খিত এই অভিনেতা প্রতি শব্দ সংলাপে আয় করেন প্রায় ৭,০০০ ডলার। সম্প্রতি বক্স অফিসে তার সাফল্য চোখে পড়ার মতো, জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘মিশন: ইম্পসিবল’ এবং ‘টপ গান’ তার আয়ের অন্যতম উৎস। এই অভিনেতার সম্পদের পরিমাণ ৮৯১ মিলিয়ন ডলার।
একমাত্র ভারতীয় হিসেবে চার নম্বরে আছে শাহরুখ খানের নাম। বলিউডে প্রায় ৩০ বছর ধরে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের মধ্যে একজন তিনি। সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া তার সিনেমাগুলো বিপুল পরিমাণে অর্থ আয় করে। সিনেমার বাইরেও প্রযোজনা প্রতিষ্ঠান, ক্রিকেট, বিজ্ঞাপন থেকেও তিনি বিশাল পরিমাণ টাকা আয় করেন। শাহরুখের সম্পদের পরিমাণ ৮৭৬.৫ মিলিয়ন ডলার।
তালিকার পাঁচ নাম্বরে আছে অভিনেতা নির্মাতা জর্জ ক্লুনির নাম। একসময় তিনি সফল ক্যাসামিগোস টাকিলার (পানীয়) সহ মালিক ছিলেন, যা প্রায় ১ বিলিয়ন ডলারে বিক্রি হয়েছিলো। প্রযোজক হিসেবেও নাম আছে তার। ক্লুনির সম্পদের পরিমাণ ৭৪২.৮ মিলিয়ন ডলার।
সর্বকালের সেরা অভিনেতাদের একজন রবার্ট ডি নিরো আছেন এই তালিকার ছয় নম্বরে। অন্য সবার মতো শুধু অভিনয়েই নিজেকে সীমাবদ্ধ রাখেননি এই গুণী অভিনেতা। নিউইয়র্ক সিটিতে রয়েছে তার বেশ কয়েকটি রেস্তোরা এছাড়াও বিশ^খ্যাত হাই-এন্ড সুশি চেইন নোবু এর সহ প্রতিষ্ঠাতা তিনি। নিরোর সম্পদের পরিমাণ ৭৩৫.৩৫ মিলিয়ন ডলার।
বলিউডের অন্যতম সফল তারকা ব্র্যাড পিট, যাকে অনেকেই ‘মিস্টার বøকবাস্টার’ নামে চেনেন। তবে অভিনয়ই তার একমাত্র পেশা নয়, প্রাক্তন স্ত্রী জেনিফার অ্যানিস্টনের সঙ্গে যৌথভাবে ‘প্ল্যান বি এন্টারটেইনমেন্ট’ নামে তার একটি প্রযোজনা প্রতিষ্ঠান আছে যেখান থেকে অস্কার জয়ী সিনেমাও নির্মাণ করা হয়েছে। এই তালিকায় তিনি আছেন সাত নম্বরে। তার সম্পদের পরিমাণ ৫৯৪.২৩ মিলিয়ন ডলার।
প্রবীণ অভিনেতা জ্যাক নিকোলসন আছেন এই তালিকার আট নম্বরে। ক্যারিয়োরে প্রায় ষাটটিরও অধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার সম্পদের পরিমাণ ৫৯০ মিলিয়ন ডলার।
‘ফিলাডেলফিয়া’ এবং ‘ফরেস্ট গাম্প’ এ অনবদ্য অভিনয়ের জন্য অস্কার পাওয়া টম হ্যাঙ্কস আছেন এই তালিকার নয় নম্বরে। অভিনয়ের পাশাপাশি রিয়েল এস্টেট ব্যবসাও আছে এই অভিনেতার। তার সম্পদের পরিমাণ ৫৭১.৯৪ মিলিয়ন ডলার।
তালিকার দশ নম্বরে আছে জ্যাকি চ্যানের নাম। হংকংয়ে অ্যাকশন কমেডি ছবিতে অভিনয় শুরু করলেও এরপর প্রবেশ করেন হলিউডে, সেখানে পান সাফল্য, তার সম্পদের পরিমাণ ৫৫৭.০৯ মিলিয়ন ডলার।
মন্তব্য করুন