মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

আফরান নিশো ও চঞ্চল চৌধুরীর নতুন ছবি ‘দম’

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০১:৪৭ পিএম

আসছে আফরান নিশোর নতুন ছবি ‘দম’। যদিও ২০২৩ এর শেষে পরিচালক রেদওয়ান রনি ‘দম’ ছবির জন্য চঞ্চল চৌধুরীর নাম ঘোষণা করেছিলেন। জানা গেছে এই ছবিতে নিশোর সাথে চঞ্চল চৌধুরীও থাকছেন।

গত আট জুলাই ২০২৫ এ আবারও দম ছবির কথা জানান পরিচালক রেদওয়ান রনি। ‘চোরাবালি’ ও ‘আইসক্রীম’ এর পর এটা তার তৃতীয় সিনেমা। শরীফুল রাজকে প্রথম দেখা গিয়েছিল আইসক্রীম ছবিতে। ছবির প্রযোজনা করছে আলফা আই,চরকি এবং এসভিএফ। প্রথান নারী চরিত্রের জন্য এখনও কারো নাম ঘোষণা করা হয় নি। আগামী ঈদে দম মুক্তি পাওয়ার কথা রয়েছে।

জানা গেছে এটা একটা ইন্সপেরেশনাল মুভি। শত প্রতিকূলতার বিপরীতে বেঁচে থাকা একজন মানুষের গল্প। মূল চরিত্রে অভিনয় করছেন আফরান নিশো। এর আগে ‘সুড়ঙ্গ’ বা ‘দাগী’ ছবি যেমন অভিনয় নির্ভর গল্প ছিল এটিও তেমন কিন্তু এটা সম্পূর্ণ ভিন্নধর্মী এক গল্প বলে জানিয়েছেন আফরান নিশো। রেদওয়ান রনির মতে এমন গল্পের ছবি আগে হয় নি। এটি যেমন সত্য ঘটনা ও অনুপ্রেরণার তেমনি বড় এক পরিধির গল্পও পাওয়া যাবে ‘দম’ এ।

‘দম’ ছবির লোকেশন ও নারী চরিত্র বাছাই এর কাজ চলছে এখন। এর আগে রেদওয়ান রনির ‘হাউসফুল’‘এফএনএফ’ এবং ‘পাতা ঝরার দিন’ নাটকগুলো জনপ্রিয় হয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট