মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

১৬ বছর পর ব্রিটিশ রক ব্যান্ড ওয়েসিসের প্রত্যাবর্তন

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০৪:০০ পিএম

দীর্ঘদিন পর মঞ্চে ফিরেছে ‘ওয়েসিস’। গত ৪ ও ৫ জুলাই ওয়েলস কার্ডিফের প্রিন্সিপালিটি স্টেডিয়ামে ব্যান্ডটি উদ্বোধন করে তাদের ‘লাইভ ২৫ ট্যুর’। এই পুনর্মিলন উপভোগ করতে কনসার্টে মিউজিক, ফিল্ম, টিভি এবং ফ্যাশন জগতের সেলিব্রেটিদের মেলা বসেছিল। ‘মেটালিকা’ ব্যান্ডের ড্রামার লার্স উলরিচ, সনি মিউজিক গ্রæপের সিইও রব স্ট্রিংগার, লাইভ নেশনের সিইও মাইকেল র‌্যাপিনো-এর মতো সঙ্গীত জগতের হেভিওয়েটরা কনসার্টে উপস্থিত ছিলেন। এছাড়াও হলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনা টেলর-জয়, সিয়েনা মিলার এবং ক্যারা ডেলেভিইন এই কনসার্টে যোগ দেন। 'ডক্টর হু' এবং 'হাউস অফ দ্য ড্রাগন' খ্যাত অভিনেতা ম্যাট স্মিথ এবং 'ওয়ান ডিরেকশন' ব্যান্ডের প্রাক্তন সদস্য লুই টমলিনসনও দর্শক সারিতে ছিলেন। এক যুগেরও বেশি সময় পর লিয়াম এবং নোয়েল গ্যালাঘারের এক সাথে মঞ্চে আসা ওয়েসিস ভক্তদের জন্য ছিল এক দারুণ মুহূর্ত। ব্যান্ড মেম্বারদের নিজেদের মধ্যে সম্পর্কের অবনতির কারণে দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় ধরে বন্ধ ছিলো ওয়েসিস-এর কার্যক্রম। তাই এই পুনর্মিলন ট্যুরটি এ বছরের সবচেয়ে প্রত্যাশিত সঙ্গীত আয়োজনগুলোর মধ্যে অন্যতম । ওয়েসিস কনসার্টে মোট ২৪টি গান পরিবেশন করে, যার মধ্যে হিট গান, অ্যালবাম ট্র্যাক এবং বি-সাইড গানও ছিল। পরিবেশিত উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে ছিল ‘মর্নিং গ্লোরি’, ‘সিগারেটস অ্যান্ড অ্যালকোহল’, ‘সুপারসোনিক’, ‘হাফ দ্য ওয়ার্ল্ড অ্যাওয়ে’, ‘ডোন্ট লুক ব্যাক ইন অ্যাঙ্গার’, এবং ‘শ্যাম্পেন সুপারনোভা’র মতো জনপ্রিয় সব গান। এছাড়াও ১৯৯৪ সালের একটি বি-সাইড গান ‘হোয়াটএভার’ ছয় মিনিটেরও বেশি সময় ধরে পরিবেশন করা হয়, যা শ্রোতাদের মধ্যে বিশেষভাবে সাড়া ফেলে। আগামী ১১ জুলাই ম্যানচেস্টারে হবে ওয়েসিসের পরবর্তী শো। এরপর ২৪ আগস্ট টরেন্টো থেকে শুরু হবে তাদের উত্তর আমেরিকান পর্বের ট্যুর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট