মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

‘মাস্তি-৪’ এর শুটিংয়ে লন্ডনে গেলেন রিতেশ দেশমুখ

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০৩:০৬ পিএম

‘রেইড-২’ এবং ‘হাউজফুল-৫’ দিয়ে বছরটা দারুণভাবে উদযাপন করছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রিতেশ দেশমুখ। দুটো ছবিই বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে, এই সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার তিনি উড়াল দিলেন লন্ডনের পথে, যেখানে শুরু হচ্ছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘মাস্তি’র চতুর্থ কিস্তির শুটিং।

নিজের সাম্প্রতিক সাফল্য এবং ‘মাস্তি’র শুটিং শুরু প্রসঙ্গে রিতেশ দেশমুখ বলেন- আমি মনে করি, প্রতিটি অভিনেতারই একটি ফ্র্যাঞ্চাইজি বা এমন কোনো সিনেমার অংশ হতে পারা উচিত যা একাধিক কিস্তিতে বিস্তৃত হয়। কারণ এটি বছরের পর বছর ধরে পাওয়া ভালোবাসারই প্রমাণ। আমি কৃতজ্ঞ যে এমন বেশ কয়েকটি প্রোজেক্টে কাজ করার সুযোগ পাচ্ছি। তিনি আরও যোগ করেন, এটা একজন অভিনেতার জন্য গর্বের বিষয় যে একটি দুর্দান্ত দলের অংশ হয়ে একটি ফ্র্যাঞ্চাইজিকে এগিয়ে নিয়ে যাওয়া, যা বহু দশক ধরে দর্শকদের কাছে সমাদৃত।

সাম্প্রতিক সময় ‘হাউজফুল-৫’ এবং ‘রেইড-২’ বক্স অফিসে সাফল্য তার ব্যাপক আবেদন এবং দর্শকদের প্রেক্ষাগৃহে টানার ধারাবাহিক ক্ষমতাকে তুলে ধরে। দুটো ছবিতে তার অভিনয় ছিলো চোখে পড়ার মতো। এখন ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ‘মাস্তি’ সিরিজে তার ফিরে আসার জন্য। এই ফ্র্যাঞ্চাইজি তার ওভার-দ্য-টপ কমেডি এবং তারকাখচিত অভিনেতা অভিনেদ্রীর জন্য পরিচিত, যা বছরের পর বছর ধরে একটি আলাদা দর্শকশ্রেণী তৈরি করেছে। দেশমুখের সাম্প্রতিক দুটি বøকবাস্টার সাফল্যের পর ‘মাস্তি-৪’র প্রত্যাশা নিঃসন্দেহে আকাশচুম্বী। অভিনেতা ইতিমধ্যেই ছবিটির শুটিং শুরু করতে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, যা তার নিবেদিত ভক্তদের জন্য আরও এক ডোজ হাসি এবং বিনোদন নিয়ে আসবে।

‘মাস্তি’ ছাড়াও রিতেশকে আরো দেখা যাবে ‘ধামাল-৪’ এবং ‘রাজা শিবাজী’ ছবিতে, যা ছত্রপতি শিবাজী মহারাজের জীবনীর ওপর ভিত্তি করে নির্মিত। এটি তার হোম প্রোডাকশন মুম্বাই ফিল্ম কোম্পানির ব্যানারে ‘বেদ’ এর বিশাল সাফল্যের পর তার দ্বিতীয় পরিচালিত ছবি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট