মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

প্রথমবারের মতো ন্যান্সির সাথে গাইলেন মেয়ে রোদেলা

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০৪:৩৭ পিএম

বাংলা গানের জনপ্রিয় মুখ, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। দীর্ঘ ক্যারিয়ারে উপহার দিয়েছেন একের পর এক জনপ্রিয় গান। এবার তার বর্ণাঢ্য সংগীতযাত্রায় যুক্ত হলো এক নতুন মাত্রা প্রথমবারের মতো তার সাথে কণ্ঠ মেলালেন মেয়ে রোদেলা। মা ও মেয়ের এই সুরেলা যুগলবন্দী স্যাড-রোমান্টিক ঘরানার গান ‘কেন’ প্রাকাশ পেয়েছে রোদেলার নিজস্ব ইউটিউব চ্যানেলে। এই বিশেষ পরিবেশনা নিয়ে ন্যান্সি ও রোদেলা দুজনেই বেশ উচ্ছসিত।

গানটির মিউজিক ভিডিওতে মা ও মেয়ে দুজনকেই মডেল হিসেবে দেখা গেছে, যা গানটির আবেদনকে আরও বাড়িয়ে তুলেছে।

গান প্রসঙ্গে ন্যান্সি বলেন- শুরুতে গানটি আমি একাই করার কথা ভেবেছিলাম। কিন্তু পরে মনে হলো, রোদেলাকে যুক্ত করলে গানটিতে একটি ভিন্ন মাত্রা যোগ হবে। ওকে দিয়ে গাইয়ে দেখলাম, ওর কণ্ঠ দারুণ মানিয়ে গেছে। এটি আমাদের প্রথম গান, তাই আমি সত্যিই আনন্দিত এবং গর্বিত।

মায়ের সঙ্গে প্রথমবার গান গাওয়ার অভিজ্ঞতা প্রসঙ্গে রোদেলা বলেন- মায়ের সঙ্গে গান করাটা আমার জন্য এক দারুণ চ্যালেঞ্জ ছিল। মা নিজেই আমাকে এই সাহস আর অনুপ্রেরণা দিয়েছেন। তাই আত্মবিশ্বাস নিয়েই গানটি গেয়েছি।

গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রত্যয় খান। মা ও মেয়ের এই প্রথম দ্বৈত গান শ্রোতাদের কাছে কতটা সমদৃত হয় সেটাই এখন দেখার বিষয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট