
শিক্ষাজীবনের অন্যান্য একাডেমিক পরীক্ষার চাইতে এসএসসি ও সমমান পরীক্ষা নিয়ে একটু বেশিই মাতামাতি হয়। সবার চোখ থাকে ঐদিকে। যেদিন এর ফলাফল প্রকাশিত হয়।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে আজ। এবার গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ। ২০২৪ সালে পাসের হার ছিল ৮৩.০৪ শতাংশ। প্রতিবছরের মতো এবার ফল প্রকাশ ঘিরে কোনো ধরনের আনুষ্ঠানিকতা রাখা হয়নি।
এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে অভিনেতা ফারহান আহমেদ জোভান সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়েছেন। যেখানে এসএসসি ও সমমান পরীক্ষার রেজাল্টকে একটি কাগজের সঙ্গে তুলনা করেছেন।
জোভান পোস্ট দিয়ে লিখেছেন, রেজাল্ট মাত্র একটা কাগজের টুকরা কিন্তু তুমি মা-বাবার কলিজার টুকরা। এসএসসি ফল ইতোমধ্যে প্রকাশ হয়েছে। কমেন্ট বক্সে নেটিজেনরা এ অভিনেতার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।
মন্তব্য করুন