বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

দুই বছর আটকে থাকার পর আজ মুক্তি পাচ্ছে ‘অন্যদিন’

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ০২:৩৭ পিএম

সেন্সরে দুই বছর আটকে থাকার পর আজ মুক্তি পাচ্ছে ‘অন্যদিন’। জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত সকলকে উৎসর্গ করা হয়েছে ছবিটি। পরিচালক কামার আহমাদ সাইমন জানিয়েছেন ছবিটি নির্মাণে সাত বছর সময় লেগেছে। দুইশ ঘন্টার ফুটেজ থেকে এডিটিংয়ের পর মাত্র দুই ঘন্টার অত্যাবশকীয় ফুটেজ রাখা হয়েছে।

‘বিগত সরকার নিয়ে সরাসরি কোনো প্রশ্ন তোলা না হলেও সেন্সর বোর্ড দুই পাতার এক চিঠিতে যে শর্ত দিয়েছিল তাতে পুরো ছবিটাই ফেলে দিতে হতো’-জানিয়ে পরিচালক বলেন হতাশ হয়ে আর কোনো ছবি না বানানোর কথা ভাবছিলাম।

জুলাই অভ্যুত্থানের পর পরিস্থিতি বদলে যায় এবং সেন্সরের অনুমতি পায় যার সূত্র ধরে আজ মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। ছবিটা কিছু কিছু ক্ষেত্রে খানিক পলিটিক্যাল স্যাটায়ার, অগনিত মানুষ হয়তো তাদের মনের কথা বলেছেন যা গত আমলের ক্ষমতাসীনদের বিপক্ষে গেছে। মানুষের জীবন কোনোভাবেই রাজনীতির বাইরে না।

পরিচালক জানান তিনি খুব তাড়াতাড়ি তৃতীয় ছবির কাজ শুরু করবেন। কিন্তু তার আগে তিনি তার করা প্রথম চিত্রনাট্য ‘শিকলবাহা’র মুক্তি দিতে চান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার