
নতুন পুরোনো গান নিয়ে সিডি প্রকাশ উপলক্ষ্যে ঢাকার তেজগাওয়ের ইয়ামাহা মিউজিক লাউঞ্জে আজ সন্ধ্যায় গাইবেন বাপ্পা মজুমদার। বারটি গানের এই সিডিতে নতুন সঙ্গীত আয়োজনে ছয়টি বেশ পুরোনো,গত কয়েক বছরে বিভিন্ন প্ল্যাটফর্মে প্রকাশিত পাঁচটি ও একেবারে নতুন একটি গান থাকছে । সিডিটি প্রকাশিত হচ্ছে ‘ভার্টিকাল হরাইজন-সেই সময় এই সময়’ এই শিরোনামে।
আগে ক্যাসেট বা সিডির যুগে দশ বা বারটি গান প্রকাশিত হতো। গত এক দশকে কেউ গানের সিডি তেমন বের করেন নি। তাহলে বাপ্পা বাপ্পা মজুমদার কেন করছেন? তিনি নিজেই জানিয়েছেন এটা নতুন বই এর ঘ্রাণের মতো। ছুঁয়ে দেখার,জমিয়ে রাখার একটা ব্যাপার আছে! আগের লংপ্লে,ক্যাসেট বা সিডির সময়ে যেমন ছিল। আমরা সেই সময়ে ফিরতে চাই।
এখন আর কেউ সিডি বের করে না এটা মানতে রাজি নন বাপ্পা। পৃখিবীর অনেক দেশের নতুন পুরোনো ব্যান্ড কিন্তু অ্যালবাম প্রকাশ করছে। তিনি জানান বিভিন্ন প্ল্যাটফর্মে একটা করে গান প্রকাশের রেওয়াজ ছিল অনেকদিন ধরে। সিডিতে গানের যে সাউন্ড এবং উপস্থাপন অন্যান্য প্ল্যাটফর্মে সেটা পাওয়া যায় না।
আজ সন্ধ্যায় তেজগাওয়ের ইয়ামাহা মিউজিক লাউঞ্জে দুই ঘন্টাব্যাপি কনসার্টে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন বাপ্পা মজুমদার। অ্যালবামের সবগুলো গানের সুর ও সঙ্গীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার নিজেই। আজকের কনসার্টের লাইনআপেও নতুনত্ব থাকবে বলে জানা গেছে। থাকছে দর্শকদের অনুরোধের গানও।
মন্তব্য করুন