বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

‘কান’ এর পর মেলবোর্নে আদনান আল রাজীবের ‘আলী’

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০৪:১০ পিএম

জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজীবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ এবার মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে। কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে স্পেশাল মেনশন স্বীকৃতি পাওয়ার পর এটি ‘আলী’র আরেকটি উল্লেখযোগ্য অর্জন। আগামী মাসে অস্ট্রেলিয়ান উৎসবে প্রিমিয়ার হবে ‘আলী’র।

গতকাল (১১ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই। তিনি লিখেছেন- কানে অসাধারণ যাত্রার পর মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আলীকে অস্ট্রেলিয়ান প্রিমিয়ারের জন্য নির্বাচিত করায় আমরা সম্মানিত। বাংলাদেশের এই গল্পকে আরেকটি বৈশ্বিক মঞ্চে তুলে ধরার জন্য ধন্যবাদ।

‘আলী’র অন্যতম প্রযোজক তানভীর হোসেন জানিয়েছেন- আগামী ৮ আগস্ট মেলবোর্নে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এসিএমআই টু’তে চলচ্চিত্রটির প্রথম প্রদর্শনী হবে। কিনো ওয়ানে এর আরেকটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে ১৮ আগস্ট স্থানীয় সময় রাত ৯টা ৩০ মিনিটে।

‘আলী’ কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল সিলেকশনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের প্রথম স্থান অর্জনকারী চলচ্চিত্র। কানের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে ২০২১ সালে অফিসিয়াল সিলেকশনে জায়গা করে নেয় আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মারিয়ম নূর’, ছবিটি সেসময় আঁ সাঁর্তে রিগা বিভাগে নির্বাচিত হয়। প্রয়াত নির্মাতা তারেক মাসুদের ‘মাটির ময়না’ ২০০২ সালে সমান্তরাল বিভাগ ডিরেক্টর’স ফোর্টনাইটে ফিপরেসি পুরস্কার জিতেছিল।

বাংলাদেশের একটি শহরের কিশোর আলীকে কেন্দ্র করে নির্মিত ১৫ মিনিট দৈর্ঘ্যের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। সেই শহরে নারীদের গান গাওয়ার অনুমতি নেই। আলী শহরে পাড়ি জমানোর সুযোগ পেতে একটি গানের প্রতিযোগিতায় নাম লেখায়, তার বিশেষত্ব সে নারীকণ্ঠে গাইতে পারে।

ছবিটিতে নোয়াখালীর ছেলে আল আমিন আলী চরিত্রে অভিনয় করেছেন, তার মায়ের চরিত্রে রয়েছেন ইন্দ্রানী সোমা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার