বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

মানুষ কীভাবে এতটা নিষ্ঠুর হতে পারে

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০৪:১৪ পিএম

ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে দিবালোকে ভাঙারি ব্যবসায়ী চাঁদ মিয়া ওরফে সোহাগ নামে একজনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বিষয়টি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে নড়েচরড় ওঠে দেশবাসী। অনেকেই ভিডিওটি পোস্ট করে প্রতিবাদ জানাচ্ছেন। সেই বিনোদন জগতের তারকা আজমেরি হত বাঁধন বাদ রইলেন না। তিনি নিজের সোশ্যাল হ্যান্ডেলে বিষয়টি নিয়ে কথা বলেন।

গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় নৃশংস এই ঘটনাটি ঘটেছে। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে গণমাধ্যমের হাতে এসেছে। এই হত্যাকাণ্ডে এ নিয়ে মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিথর দেহটাকে সড়কে ফেলে তার ওপর দাঁড়িয়ে চলেছে প্রকাশ্য উন্মত্ততা চলে শত শত মানুষের সামনে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

বাঁধন শুক্রবার (১১ জুলাই) রাতে হত্যাকাণ্ডের একটি স্কেচ ছবি শেয়ার করে বলেন, এটা এক ধরনের ভয়াবহ ছবি। একজন মানুষকে হত্যা করা হচ্ছে আর চারপাশে দাঁড়িয়ে থাকা সবাই চুপচাপ দেখছে, কেউ কিছু করছে না। কেউ কীভাবে এত নিষ্ঠুর হতে পারে? এটা কেমন দেশ?

সরকার ও প্রশাসনের নিয়েও প্রশ্ন তোলেন এই অভিনেত্রী। বাঁধন বলেন, আর সরকার? সবসময়ের মতো নীরব। আমি কি এই দেশে নিরাপদ? সত্যিই কি আমি যা অনুভব করি সেটা বলার অনুমতি আছে? নাকি আমি কি পরবর্তী লক্ষ্যবস্তু হবো। শুধুমাত্র সত্য বলার জন্য?

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার