
‘পুষ্পা ২’-এর ঐতিহাসিক সাফল্যের পর এবার এক নতুন চ্যালেঞ্জ নিয়ে আসছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন । পরিচালক অ্যাটলি কুমারের পরবর্তী ছবিতে একাধারে চারটি ভিন্ন চরিত্রে দেখা যাবে তাকে! তিনি অভিনয় করবেন একজন দাদা, একজন বাবা এবং দুই ছেলের ভূমিকায়। খবরটি নিশ্চিত হওয়ার পর ভারতীয় চলচ্চিত্র পাড়ায় রীতিমতো শোরগোল শুরু হয়েছে।
প্রথমে শোনা গিয়েছিলো, ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করবেন আল্লু অর্জুন, তবে অনলাইন বিনোদন ওয়েবসাইট বলিউড হাঙ্গামা-র নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ছবিতে আল্লু অর্জুনকে প্রথমবারের মতো এক ছবিতে চারটি চরিত্রে দেখা যাবে। সূত্রটি জানিয়েছে, আল্লু অ্যাটলির পরবর্তী ছবিতে একটি পুরো পারিবারিক বৃক্ষকে তুলে ধরছেন। তাকে একজন দাদা, একজন বাবা এবং দুই ছেলের চরিত্রে দেখা যাবে। ছবিতে প্রথমে অ্যাটলি আল্লুকে দ্বৈত চরিত্রে কাস্ট করতে চেয়েছিলেন এবং বাবা ও দাদুর চরিত্রের জন্য অন্য অভিনেতাদের নেওয়ার পরিকল্পনা করেন, তবে গল্প শুনে আল্লু নিজেই চারটি চরিত্রে অভিনয়ের আগ্রহ দেখান। অ্যাটলি বিষয়টা নিয়ে দ্বিধাগ্রস্ত থাকলেও লস অ্যাঞ্জেলসে লুক টেস্টের পর তিনি আল্লুর সিদ্ধান্তে সম্মতি দেন। সূত্রটি আরও জানায়, দর্শকরা একটি টিকিটের দামে আল্লু অর্জুনের চারটি ভিন্ন রূপ দেখতে পাবেন এর থেকে বেশি চাওয়া আর কি হতে পারে?
ছবিটির সম্ভাব্য নাম 'AA২২ A৬', যা ২০২৭ সালে বড় পর্দায় মুক্তি দেয়ার কথা রয়েছে। ইতোমধ্যে মুম্বাইয়ে শুরু হয়ে গেছে ছবিটির শুটিং। ছবিতে আল্লু অর্জুনের পাশাপাশি দীপিকা পাড়ুকোন, রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুর এবং মৃণাল ঠাকুর-এর মতো শক্তিশালী তারকারা অভিনয় করছেন। ছবিটির বিশাল আয়োজন নিয়ে পরিচালক অ্যাটলি এই ছবিকে গ্লোবাল ফিল্ম এবং আগে কখনও দেখা যায়নি এমনভাবে উপস্থাপন করা প্রতিশ্রুতি দিয়েছেন।
মন্তব্য করুন