
আজ (১৪ জুলাই) ২০২৫ গণঅভ্যুত্থানের ঐতিহাসিক দিনটি স্মরণীয় করে রাখতে এবং এর স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত এই মাসব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে আজ শহীদ মিনারে গাইবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সায়ান ও এলিটা করিম। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে দুই হাজার ড্রোনের সমন্বয়ে মিউজিক্যাল ‘ড্রোন শো’, যা জুলাই অভ্যুত্থানের গল্প বলবে আকাশের ক্যানভাসে।
এ বিষয়ে একাডেমির গণসংযোগ কর্মকর্তা মাহমুদুল হক জিহাদ জানান, সন্ধ্যা ৬টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’ শিরোনামের এই সাংস্কৃতিক সন্ধ্যা শুরু হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির কন্ঠশিল্পীবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ এবং জনপ্রিয় শিল্পী সায়ানের সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশিত হবে। এরপর মঞ্চ মাতাবেন সায়ান, তার জনপ্রিয় গান ‘আমিই বাংলাদেশ’, ‘জয় বাংলার’, ‘হুঁশিয়ারি’, ‘তাজ্জব বনে যাই’, ‘আমার নাম প্যালেস্টাইন’ এবং ‘আমি জুলাইয়ের গল্প বলবো’ নিয়ে।
অনুষ্ঠানে থাকছে বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শিত হবে। এরপর যথাক্রমে ‘দিপক কুমার গোস্বামী স্পিকিং’ এবং ‘জুলাই বিষাদ সিন্ধু’ চলচ্চিত্র দুটি প্রদর্শিত হবে।
সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে জুলাই আন্দোলনে অংশ নেওয়া ৫ জন জুলাইযোদ্ধা এবং ৩ জন শহীদ পরিবারের সদস্য তাদের স্মৃতিচারণ করবেন। রাত ৮টায় মঞ্চে আসবে ব্যান্ডদল ইলা লা লা, তারা পরিবেশন করবে ‘সংগতি’, ‘অচিরজীবীর প্রার্থনা’, ‘বাঘের গান’ এবং ‘নীল নির্বাসন’। এরপর শ্লোগান গার্লরা তাদের বিপ্লবী শ্লোগানে শহীদ মিনার প্রাঙ্গণকে মুখরিত করবে। এরপর এফ মাইনর পরিবেশন করবে, তাদের জনপ্রিয় গান ‘আলো আসবেই’, ‘মুক্তি’, ‘ডাহুক’ এবং ‘মেয়ে’। পুনরায় ¯শ্লোগান গার্লদের ¯শ্লোগানের পর পারসা মাহজাবীন গাইবেন ‘চলো ভুলে যাই’, ‘মুক্তির মন্দির’ এবং ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’। সবশেষে মঞ্চে আসবেন শিল্পী এলিটা করিম। তিনি পরিবেশন করবেন ‘আমি বাংলায় গান গাই’, ‘ধন ধান্য পুষ্প ভরা’, ‘পলাশীর প্রান্তর’, ‘ঘুরে দাঁড়াও’ এবং ‘বাংলাদেশ’-এর মতো উদ্দীপনামূলক গান।
রাত ১০টায় অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে শুরু হবে মিউজিক্যাল ‘ড্রোন শো’। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং চীন সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত এই বিশেষ প্রদর্শনীতে দুই হাজার ড্রোন উড্ডয়নের মাধ্যমে জুলাই অভ্যুত্থানের তাৎপর্যপূর্ণ মুহূর্তগুলো তুলে ধরা হবে। বিশেষ করে, ১৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে মেয়েদের স্রোতের মতো বেরিয়ে আসা এবং আন্দোলনে নতুন প্রাণের সঞ্চার ঘটানোর সেই ঐতিহাসিক দৃশ্যটি শহীদ মিনারের আকাশে জীবন্ত করে তোলা হবে।
মন্তব্য করুন