বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

অক্টোবর-নভেম্বরে আসছে ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’ 

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ০৪:১৫ পিএম

‘দ্য ফ্যামিলি ম্যান’ ফ্র্যাঞ্চাইজি ভক্তদের জন্য দারুণ সুখবর, অবশেষে অবসান হচ্ছে দীর্ঘ প্রতিক্ষার। তুমুল জনপ্রিয় অ্যামাজন প্রাইম সিরিজের তৃতীয় সিজন আগামী অক্টোবর মাসের শেষ সপ্তাহ অথবা নভেম্বর মাসের প্রথম সপ্তাহে স্ট্রিমিং শুরু হবে বলে নিশ্চিত করেছেন সিরিজটির অন্যতম প্রধান অভিনেতা মনোজ বাজপেয়ী।

তিনি জানান- শুটিং সম্পূর্ণ হয়ে গেছে, আমরা যখন শুরু করেছিলাম, তখন ভাবিনি ‘দ্য ফ্যামিলি ম্যান’ এতদূর পৌঁছাবে। এটা কি আমার সবচেয়ে জনপ্রিয় কাজ? আমি নিশ্চিতভাবে বলব, হ্যাঁ। যদিও আমি ওটিটিতে অভিষেক চৌবের ‘কিলার স্যুপ’-এর মতো আরও কিছু চমৎকার সিরিজ করেছি, কিন্তু ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর দর্শকপ্রিয়তা আমার পূর্ব অভিজ্ঞতাকে ছাড়িয়ে গেছে।

মনোজ বাজপেয়ী এতটাই আত্মবিশ্বাসী তার ধারণা তৃতীয় সিজন দর্শকদের প্রত্যাশা পূরণ করবে, এমনকি ছাড়িয়েও যেতে পারে। এ বিষয়ে তিনি আরো বলেন- এই মুহূর্তে আমি শুধু এটুকুই বলতে পারি যারা সিজন ১ এবং ২ পছন্দ করেছেন তারা হতাশ হবেন না। যদি সিজন ২-এর মূল আকর্ষণ ছিলেন সামান্থা, তবে সিজন ৩ জয়দীপ আহলাওয়াতের। কী অসাধারণ একজন অভিনেতা! আমি এমন অভিনেতাদের সাথে কাজ করতে ভালোবাসি যারা আমার মতোই নিখুঁতভাবে কাজ করার জন্য নিবেদিত।

কিছু দিন আগেই ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’-এর প্রথম লুক প্রকাশিত হয়েছে, সেখানে মনোজ বাজপেয়ীকে শ্রীকান্ত তিওয়ারি চরিত্রে ফিরতে দেখা গেছে। এই ঘোষণায় সিরিজটির ভক্তরা বেশ উচ্ছসিত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার