
এক বছর আগের উজ্জ্বল আগস্ট ফিরিয়ে আনতে কর্মসূচি ঘোষণা করেছে দৃশ্যমাধ্যম সমাজ। ২০২৪ সালের প্রথম আগস্ট ম্বৈরাচার পতনের দাবীতে তুমুল বৃষ্টিতে এই ব্যানারে রাস্তায় নেমেছিলেন একদল শিল্পী। ‘কইলজ্যা কাঁপানো ৩৬ দিন’- জুলাই গণঅভ্যুত্থান ও সাংস্কৃতিক নির্মাণ’ এই শিরোনামে এই শিল্পীরা আগামী ২ আগস্ট জাতীয় জাদুঘরে দিনভর কর্মসূচি পালন করবে।
জাতীয় শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণার আগে মূল বক্তব্য পাঠ করেন আকরাম খান,কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়,ফারিহা শামস সেঁওতি এবং সরকার প্রতীক। আসলিমা আখতারের সঞ্চালনায় এই সম্মেলনে আরও বক্তব্য রাখেন ড.সামিনা লুৎফা, আজমেরী হক বাঁধন, কৃষ্ণকলি ইসলাম,তানিম নুর, মুশফিকুর রহমান মঞ্জু ও মোহাম্মাদ আলী হায়দার প্রমুখ।
যে সমস্ত শ্ল্পিী ও সংস্কৃতিকর্মীরা ২০২৪ এর ১ আগস্ট ‘দৃশ্যমাধ্যম সমাজ’এর ব্যানারে রাজপথে নেমেছিলেন এবং ৩ আগস্ট মশাল মিছিলে অংশ নিয়েছিলেন তারা নতুন প্রত্যয়ে মুক্তচিন্তা,রাষ্ট্রসংস্কার এবং সম্প্রীতির ঐক্য নিয়ে দেশ গড়তে চান।
আগামী ২ আগস্ট জাতীয় জাদুঘরে অনুষ্ঠিতব্য ‘কইলজ্যা কাঁপানো ৩৬ দিন’- জুলাই গণঅভ্যুত্থান ও সাংস্কৃতিক নির্মাণ’ এ থাকবে লাইভ গ্রাফিতি ও শহীদি মিছিল,আলোচনা সভা,কবিতা গান,ফ্যাসিবাদ বিরোধী চলচ্চিত্র, গণ-অভ্যুত্থানের ছবি,পোস্টার ও মিম প্রদর্শনী।
মন্তব্য করুন