
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড এনসিটি-এর প্রাক্তন সদস্য মুন তাইল গ্যাং রেপ মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। সিউলের একটি জেলা আদালত তাকে তিন বছর ছয় মাসের কারাদন্ড দিয়েছে। ‘দ্য কোরিয়া টাইমস’-এর প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
গত বৃহস্পতিবার (১০ জুলাই, ২০২৫) এই রায় ঘোষণার মাধ্যমে বিশ্বখ্যাত বয় ব্যান্ড এনসিটি-এর প্রাক্তন এই সদস্যের পতন ঘটলো। তাইল (৩১) এবং তার দুই সহযোগী লি ও হং-এর বিরুদ্ধে একই সাজা ঘোষণা করা হয়েছে। রায় ঘোষণার পরপরই তাদের তিনজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। কারাদন্ডের পাশাপাশি, প্রত্যেককে ৪০ ঘণ্টার যৌন সহিংসতা চিকিৎসা কর্মসূচিতে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিচার চলাকালীন সময় জানা যায় গত বছরের জুন মাসে এই জঘন্য ঘটনা ঘটে। তিন ব্যক্তি সিউলের ইথেওন জেলার একটি বারে চীনা পর্যটক ভুক্তভোগীর সাথে দেখা করে। সেখানে ওই নারী তাদের সাথে মদ্যপান করার পর অতিরিক্ত নেশাগ্রস্ত হয়ে পড়েন। এরপর তারা তাকে ট্যাক্সিতে করে লি-এর বাড়িতে নিয়ে যায় এবং অজ্ঞান অবস্থায় ধর্ষণ করে।
দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী, একাধিক অপরাধীর জড়িত থাকার কারণে এই অপরাধকে ‘গুরুতর ধর্ষণ’ এবং ভুক্তভোগী সম্মতি দিতে অক্ষম থাকায় ‘ছদ্ম-ধর্ষণ’ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। গত মাসেই তিন আসামি তাদের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করে নেয়।
তবে বিচারক এই অপরাধকে ‘অত্যন্ত গুরুতর’ হিসেবে বর্ণনা করলেও, প্রসিকিউটরদের চাওয়া সাত বছরের সাজার অর্ধেক অর্থাৎ সাড়ে তিন বছরের কারাদন্ড দিয়েছেন। বিবিসি জানিয়েছে, বিচারক উল্লেখ করেছেন অপরাধীরা প্রথমবারের মতো অপরাধ করেছে তাই সাজার মেয়াদ কমানো হয়েছে। তাইল ২০১৬ সালে এনসিটি ইউ-এর মাধ্যমে আত্মপ্রকাশ করেন এবং পরে এনসিটি ১২৭-এ যোগ দেন। এটি এনসিটি-এর একটি উপ-ইউনিট, যা বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছিল এবং বিলবোর্ড চার্টে একাধিকবার স্থান পেয়েছিল। গত বছরের আগস্টে তাইলকে গ্রুপ থেকে বাদ দেওয়া নিয়ে বেশ আলোচনা হয়েছিল, যদিও তখন অভিযোগের বিস্তারিত তথ্য জনসমক্ষে আনা হয়নি। পরে সে মাসেই জানা যায় যৌন অপরাধের অভিযোগের কারণে ঝগ এন্টারটেইনমেন্ট তার চুক্তি বাতিল করেছে।
মন্তব্য করুন