
ঘটনাটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে, অমিতাভ বচ্চন এবং রতন টাটা একই ফ্লাইটে লন্ডন যাচ্ছিলেন। বিমান থেকে নামার পর রতন টাটা দেখতে পান তাকে নিতে আসা গাড়ি বা তার সহকারীরা সেখানে নেই, তখন তিনি কাউকে ফোন করার জন্য একটি পাবলিক ফোন বুথে যান। তবে তার কাছে ফোন করার মতো টাকা ছিল না।
এই পরিস্থিতিতে রতন টাটা অমিতাভ বচ্চনের কাছে এসে বিনয়ের সাথে বলেন- ‘অমিতাভ, আমি কি আপনার কাছ থেকে কিছু টাকা ধার নিতে পারি? আমার কাছে ফোন করার মতো খুচরো নেই’।
অমিতাভ বচ্চন এই ঘটনায় বেশ বিস্মিত হয়েছিলেন, কারণ রতন টাটার মতো একজন ধনকুবেরের মুখে এমন কথা শোনাটা অভাবনীয় ছিল। এই ঘটনাটি রতন টাটার অসাধারণ সরলতা, বিনয় এবং মাটির কাছাকাছি থাকার প্রমাণ হিসেবে বারবার আলোচিত হয়।
অমিতাভ বচ্চন নিজেই ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে এ বিষয়ে স্মৃতিতচারণ করেছেন।
মন্তব্য করুন