মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

নিন্টেন্ডোর নতুন চমক: ‘লিজেন্ড অফ জেল্ডা’ চলচ্চিত্রের নায়ক-নায়িকা চূড়ান্ত

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ১১:০৩ এএম

গেমিং বিশ্বজুড়ে আলোড়ন ফেলে দিয়েছে নিন্টেন্ডো এবং সনি’র যৌথ প্রযোজনায় নির্মিতব্য লাইভ-অ্যাকশন চলচ্চিত্র ‘লিজেন্ড অফ জেল্ডা’। দীর্ঘ প্রতীক্ষার পর গতকাল (১৬ জুলাই) এই চলচ্চিত্রের মূল দুই চরিত্র, জেল্ডা এবং লিঙ্ক এর জন্য অভিনেতা-অভিনেত্রী চূড়ান্ত করা হয়েছে।

নিন্টেন্ডোর পক্ষ থেকে শিগিরু মিয়ামোতো সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন প্রিন্সেস জেল্ডা চরিত্রে অভিনয় করবেন বো ব্র্যাগাসন এবং সাহসী বীর লিঙ্ক চরিত্রে দেখা যাবে বেঞ্জামিন ইভান এইন্সওয়ার্থকে । মিয়ামোতো তাঁদের বড় পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে জানিয়েছেন। প্রকাশিত ছবিতে অভিনেতাদের কস্টিউমের প্রথম ঝলকও দেখা গেছে, যা ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছে।

ব্রিটিশ অভিনেত্রী বো ব্র্যাগাসন বিবিসি ওয়ানের ‘থ্রি গার্লস’ এবং ‘দ্য জেটি’ সিরিজের জন্য পরিচিত। অন্যদিকে, বেঞ্জামিন ইভান এইন্সওয়ার্থ রবার্ট জেমেকিসের ‘পিনোকিও’ ছবিতে পিনোকিওর ভয়েস দিয়েছেন এবং নেটফ্লিক্সের ‘দ্য হান্টিং অফ ব্ল্যাই ম্যানর’ সিরিজে মাইলস চরিত্রে অভিনয় করেছেন। ওয়েস বল পরিচালিত এই চলচ্চিত্রটি ২০২৭ সালের ৭ই মে বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট