মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

৫৯ এ ও হার মানছেন না সালমান

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ১১:৩১ এএম

বলিউডের ‘ভাইজান’ সালমান খান, যিনি গত দুই দশক ধরে হিন্দি সিনেমার অ্যাকশন দৃশ্যে নিজের একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছেন, সম্প্রতি স্বীকার করেছেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাঁর জন্য অ্যাকশন দৃশ্যগুলো সামলানো ক্রমশ কঠিন হয়ে পড়ছে। ‘ওয়ান্টেড’ এবং ‘দাবাং’-এর মতো ছবি দিয়ে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করা এই তারকা এবার মুখ খুললেন তাঁর শারীরিক চ্যালেঞ্জ নিয়ে।

বুধবার মুম্বইয়ে তাঁর আসন্ন ছবি ‘ব্যাটেল অফ গালওয়ান’-এর প্রচার অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সালমন জানান- মারপিটের দৃশ্যগুলো শারীরিকভাবে দিন দিন কঠিন হয়ে উঠছে। প্রতি বছর, প্রতি মাসে, প্রতিদিনই এটা আরও কঠিন হচ্ছে। আমাকে এখন প্রশিক্ষণের জন্য আরও বেশি সময় দিতে হচ্ছে। আগে যেখানে এক বা দুই সপ্তাহে কাজ সারতাম, এখন আমি সব সময় দৌড়াচ্ছি, লাথি মারছি, ঘুষি মারছি, এবং সবকিছু করছি।

অপূর্ব লাখিয়া পরিচালিত প্রতীক্ষিত এই ছবিটি ২০২০ সালে ভারত ও চীনের মধ্যে গালওয়ান উপত্যকা নিয়ে ঘটে যাওয়া সংঘর্ষের ওপর ভিত্তি করে নির্মিত। ছবিতে ব্যাপক অ্যাকশন দৃশ্যের প্রয়োজনীয়তা প্রসঙ্গে সালমান বলেন- এই ছবি তাই দাবি করে।

৫৯ বছর বয়সী এই অভিনেতা আরো জানান- যখন আমি ছবিটিতে সই করছিলাম, আমার মনে হয়েছিল এটি অসাধারণ। কিন্তু এটি খুবই কঠিন একটি কাজ। লাদাখে আমার ২০ দিনের কাজ আছে এবং তারপর ঠান্ডা পানিতে সাত থেকে আট দিন শুটিং করতে হবে। আমরা এই মাসেই শুটিং শুরু করব।

তবে ‘ব্যাটেল অফ গালওয়ান’ তাঁর অন্যান্য ছবির মতো ঈদে মুক্তি পাবে না, বিষয়টি নিশ্চিত করেছেন সালমান নিজেই, এর পরিবর্তে ছবিটি আগামী বছরের জানুয়ারি মাসে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। ‘ব্যাটেল অফ গালওয়ান’ ছাড়াও সালমান খান এই মূহুর্তে ব্যস্ত আছেন ‘বজরঙ্গি ভাইজান’-এর সিক্যুয়েল নিয়ে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট