মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

নোলানের ‘দ্য ওডিসি’, হলিউডে রেকর্ড গড়ে এক বছর আগেই টিকিট বিক্রি শুরু

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ০২:২১ পিএম

হলিউডের ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করে ইউনিভার্সাল পিকচার্স ও পরিচালক ক্রিস্টোফার নোলান এক অভাবনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন। নোলানের আসন্ন মহাকাব্যিক চলচ্চিত্র ‘দ্য ওডিসি’ মুক্তির ঠিক এক বছর আগেই, ২০২৫ সালের জুলাইয়ের মাঝামাঝি সময়েই আইম্যাক্স ৭০এমএম ফরম্যাটের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। এমন ঘটনা নোলানের চলচ্চিত্রের ইতিহাসে প্রথম।

অস্কারজয়ী এই নির্মাতার পছন্দের ফরম্যাট ৭০এমএম ফিল্মে ‘দ্য ওডিসি’ সম্পূর্ণ শুট করা হচ্ছে। এটিও একটি বাণিজ্যিক চলচ্চিত্রের জন্য প্রথমবার। গত মে মাসে কান চলচ্চিত্র উৎসবে আইম্যাক্স সিইও রিচ গেলফন্ড জানান, ‘ওপেনহেইমার’-এর সাফল্যের পর নোলান আইম্যাক্সকে তাদের ক্যামেরা আপগ্রেড করার কথা বলেন। এর ফলেই এই নতুন প্রযুক্তির ব্যবহার সম্ভব হয়েছে।

ম্যাট ডেমনকে প্রধান চরিত্রে নিয়ে নির্মিত এই ছবিতে অভিনয় করছেন টম হল্যান্ড, অ্যান হ্যাথাওয়ে, জেনডায়া, লুপিটা নিয়োগ’ও, রবার্ট প্যাটিনসন, শার্লিজ থেরন এবং মিয়া গথ-এর মতো তারকারা। ২৫০ মিলিয়ন ডলার বাজেটের এই চলচ্চিত্রটি নোলানের ক্যারিয়ারের সবচেয়ে ব্যয়বহুল ছবি। ‘দ্য ওডিসি’ ক্লাসিক গ্রিক পৌরাণিক কাহিনী অবলম্বনে নির্মিত। এটি ইথাকার রাজা ওডিসিউসের ট্রোজান যুদ্ধের পর বাড়ি ফেরার দীর্ঘ ও বিপদসংকুল যাত্রার গল্প। তার পথে সাইক্লপস, সাইরেন, জাদুকরী সার্সির মতো পৌরাণিক সত্ত্বার সাথে দেখা হয় এবং তাকে পাতাল জগতেও ভ্রমণ করতে হয়।

চলচ্চিত্রটি মুক্তির এক বছর আগেই এর টিজার-ট্রেলার মুক্তি পায় ইউনিভার্সালের ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’-এর আগে, যা ব্যাপক সাড়া ফেলেছিল। এই অভ‚তপূর্ব বিপণন কৌশল এবং নোলানের পরিচিত ব্র্যান্ড ভ্যালু নিঃসন্দেহে ‘দ্য ওডিসি’কে আগামী বছরের অন্যতম আলোচিত চলচ্চিত্রে পরিণত করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট