মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

এখনো বাটন ফোন ব্যবহার করেন জনপ্রিয় নায়ক

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ০৫:২৮ পিএম

জনপ্রিয় মালালায়ম অভিনেতা ফাহাদ ফাসিল। অভিনয় দক্ষতার সঙ্গে সাধারণ জীবনযাপনের জন্যেও আলোচনায় থাকেন। সহজ-সরল জীবনযাপন পছন্দ করেন এই অভিনেতা। এবার নতুন করে আলোচনায় এলেন তার ব্যবহৃত এক পুরনো বাটন মোবাইল ফোনের জন্য।

সম্প্রতি তার নতুন ছবি ‘মলিউড টাইমস’-এর জন্য এক বিশেষ অনুষ্ঠানে যোগ দেন ফাহাদ। সেই সময় তার একটি ছবি ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে। যেখানে ফাহাদের চেহারা নয়, বরং নজর কেড়েছে তার হাতে থাকা মোবাইল ফোনটি।

কারণ, এখনকার সময়ে প্রায় সকলের হাতেই আধুনিক স্মার্টফোন দেখা গেলেও ফাহাদের হাতে ছিল একটি পুরনো কিপ্যাড ফোন। দেখতে একদম সাধারণ। কিন্তু, এই ফোনের দাম শুনলে অবাক না হয়ে উপায় নেই। কারণ এই ফোনের দাম প্রায় ১০ লাখ টাকা!

ভারতীয় গণমাধ্যম থেকে পাওয়া তথ্য বলা হয়েছে, ফাহাদ যে ফোনটি ব্যবহার করেন, সেটি তৈরি করেছে ব্রিটেনের একটি দামি মোবাইল কোম্পানি ভার্টু । ফোনটির নাম অ্যাসেন্ট রেট্রো ক্লাসিক । ২০০৮ সালে বাজারে এসেছিল এই ফোনটি, অর্থাৎ এটি এখন প্রায় ১৭ বছর পুরনো।

তবে পুরনো হলেও ফোনটির দামের কারণ রয়েছে। এই ফোনে ব্যবহার করা হয়েছে টাইটেনিয়াম ধাতু (যা অনেক মজবুত), চামড়ার তৈরি মোড়ক এবং তার ওপর বসানো রয়েছে নীল রঙের মূল্যবান পাথর। এতে রয়েছে ব্লুটুথ, জিপিআরএস, এসএমএস ও এমএমএস পাঠানোর সুবিধা।

সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, ফোনটিতে একটি বিশেষ বোতাম রয়েছে, যার মাধ্যমে পৃথিবীর ১৭০টির বেশি দেশে ২৪ ঘণ্টা ব্যক্তিগত সেবা পাওয়া যায়। সেই বোতাম চাপলেই ঘুরতে যাওয়ার আয়োজন, রেস্তোরাঁয় টেবিল বুক করা, বা টিকিট কাটার মতো কাজ করা সম্ভব। ফোনটির ওজন প্রায় ১৭৩ গ্রাম এবং পুরুতা ২২ মিলিমিটার। এতে স্টেইনলেস স্টিলের বোতাম রয়েছে, যা একে আরও টেকসই করেছে।

ফাহাদের সহ-অভিনেতা বিনয় ফর্ট জানিয়েছেন, ফাহাদ স্মার্টফোন ব্যবহার করেন না। এমনকি তার সামাজিকমাধ্যমেও নেই। এই ফোনের মতোই ফাহাদের সিনেমা পছন্দও ব্যতিক্রমী। বর্তমানে তিনি অভিনয় করছেন মলিউড টাইমস, মারিসান, ওডুম কুধিরা ছাডুম কুধিরা, কারাতে চন্দ্রন ও প্যাট্রিয়ট-এর জনপ্রিয় সিনেমাতে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট