বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

যুগলবন্দী বিলি আইলিশ ও জেমস ক্যামেরন, থ্রিডি প্রজেক্টের ঘোষণা

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ০১:০৫ পিএম

জনপ্রিয় মার্কিন সঙ্গীতশিল্পী বিলি আইলিশ অস্কারজয়ী পরিচালক জেমস ক্যামেরনের সঙ্গে একটি বিশেষ থ্রিডি প্রজেক্ট নিয়ে কাজ করছেন। গত শনিবার ম্যানচেস্টারে নিজের কনসার্টে এই চমকপ্রদ খবরটি নিজেই প্রকাশ করেছেন গ্র্যামি বিজয়ী এই গায়িকা।

ম্যানচেস্টারের এনএইচএস এরিনাতে তাঁর টিকিট বিক্রি হয়ে যাওয়া কনসার্টের প্রথম রাতে বিলি আইলিশ দর্শকদের জানান কনসার্টে অতিরিক্ত ক্যামেরার উপস্থিতি লক্ষ্য করে থাকতে পারেন তাঁরা। এরপরই তিনি রহস্য উন্মোচন করে বলেন- আমি খুব বিশেষ কিছু নিয়ে কাজ করছি জেমস ক্যামেরন নামে একজনের সাথে এবং এটি থ্রিডিতে হবে।

‘টাইটানিক’, ‘অ্যাভাটর’ ও ‘টার্মিনেটর’ ফ্র্যাঞ্চাইজির মতো সাড়া জাগানো চলচ্চিত্রের পরিচালক জেমস ক্যামেরনের সঙ্গে বিলি আইলিশের এই যৌথ উদ্যোগ সঙ্গীত এবং চলচ্চিত্র জগতে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিলি আইলিশ আরও বলেন- ম্যানচেস্টারে তার এই চারটি শো এবং দর্শকরা সবাই এই গোপন প্রজেক্টের অংশ হতে চলেছেন। এমনকি ক্যামেরন নিজেও কনসার্টের দর্শক সারিতে উপস্থিত থাকতে পারেন বলেও ইঙ্গিত দেন তিনি। বিলি আইলিশ মজা করে এও বলেন- তিনি সম্ভবত টানা চার দিন একই পোশাকে পারফর্ম করবেন।

ঘোষণার পর থেকেই বিলি আইলিশ এবং জেমস ক্যামেরনের ভক্তদের মধ্যে এই থ্রিডি প্রজেক্ট নিয়ে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। অভিনব কাজটি কী হতে চলেছে, তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন সবাই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার