
		আগামী ৩১শে জুলাই অ্যাকশন ড্রামা ‘কিংডম’ নিয়ে বড় পর্দায় ফিরছেন জনপ্রিয় তেলেগু অভিনেতা বিজয় দেবারাকোন্ডা। বলিউডের দশর্কদের জন্য ছবিটি ‘সাম্রাজ্য’ নামে মুক্তি পাবে। বিশ্বাসঘাতকতা এবং প্রতিশোধের এক বিশাল গল্প নিয়ে তৈরী ‘সাম্রাজ্য’।
ছবিটি পরিচালনা করেছেন গৌতম তিননানুরি। ছবিতে দেবেরাকোন্ডাকে সম্পূর্ণ ভিন্ন এক চরিত্রে দেখা যাবে। কঠিন এবং শারীরিকভাবে রূপান্তরিত তার চরিত্রটি এক হিংসাত্মক অতীত থেকে উঠে এসে প্রতারণা ও ভঙ্গুর আনুগত্যে জর্জরিত এক রাজ্যের দায়িত্ব নেয়।
ছবিটি সম্পর্কে নির্মাতা তিননানুরি জানান, ‘সাম্রাজ্য’ এমন এক ব্যক্তির গল্প যে সিংহাসন চায়নি কিন্তু তার চারপাশের পৃথিবী ভেঙে পড়ায় তাকে উঠে দাঁড়াতে বাধ্য হতে হয়েছে। তার ক্ষতগুলোই একটি বিশ্বের পতন এবং সম্ভবত তার পুনর্জন্মের গল্প বলে। ‘সাম্রাজ্য’ প্রযোজনা করেছে সিতারা এন্টারটেইনমেন্টস এবং ফরচুন ফোর সিনেমাস। হিন্দি সংস্করণটি উপস্থাপন করছে অ্যাদওয়াইজ মুভিজ-এর আদিত্য ভাটিয়া এবং অতুল রজনী। ছবিটির টিজার মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই লক্ষ লক্ষ ভিউ অর্জন করেছে। এতে জুনিয়র এনটিআর (তেলুগু), সুরিয়া (তামিল) এবং রণবীর কাপুর (হিন্দি) এর কণ্ঠস্বর ব্যবহার করা হয়েছে, যা ছবিটিকে বিভিন্ন ভাষাভাষী দর্শকদের কাছে আকর্ষণীয় করে তুলবে। হিন্দি ডাব করা সংস্করণটি উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে এএ ফিল্মসের ব্যানারে মুক্তি পাবে।
ছবিটির আলোচনা আরও বাড়িয়েছে একটি অভিনব এআই ডিজাইন করা ভিডিও, যা এর উদ্ভাবনী চেহারার জন্য ইতিমধ্যেই চলচ্চিত্র মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ছবিটির মিউজিক করেছেন হালের ক্রেজ অনিরুদ্ধ রবিচন্দর, চিত্রগ্রহণে ছিলেন গিরিশ গঙ্গাধরন ও জমন টি. জন।
বিজয় ছাড়াও এতে আরও অভিনয় করেছেন সত্যদেব এবং ভাগ্যশ্রী বোর্সে। ‘সাম্রাজ্য’ তেলুগু, হিন্দি এবং তামিল ভাষায় মুক্তি পাবে। এর দূর্দান্ত অ্যাকশন এবং শক্তিশালী আবেগিক দিকটি বিবেচনা করে সিনেমা সংশ্লিষ্টরা ছবিটিকে ২০২৫ সালের অন্যতম প্রধান ভারতীয় চলচ্চিত্র হিসেবে বিবেচনা করা হচ্ছে।
মন্তব্য করুন