
ফকির আলমগীরের প্রয়াণ দিবস আজ । স্বাধীনতার পর দুই দশক জুড়ে ‘পপ’ গানের যে ‘পঞ্চপান্ডব’ ছিলেন ফকির আলমগীর তাদের মধ্যে অন্যতম। এই ‘পঞ্চপান্ডব’ হচ্ছেন আজম খান,ফকির আলমগীর,ফিরোজ সাই,ফেরদৌস ওয়াহিদ এবং পিলু মমতাজ। এই পাঁচজনের ভেতরে বেঁচে আছেন শুধু ফেরদৌস ওয়াহিদ।
ফকির আলমগীর মূলত ফোক ঘরানার গান দিয়ে জনপ্রিয় হয়েছিলেন। পরে ‘নাম তার ছিল জন হেনরী’ এবং ‘সখিনা’ সিরিজের অনেক গান মানুষকে আকৃষ্ট করে এবং তিনি গণসংগীত শিল্পী হিসেবে বেশি পরিচিতি পান।
তার জন্ম ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি। কোভিদ আক্রান্ত হবার পর তিনি ২০২১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন। ‘ক্রান্তি শিল্পী গোষ্ঠি’র সদস্য হিসেবে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলেন। ১৯৭১ সালে তিনি ‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে’ যোগ দেন। তিনি ‘ঋষিজ’ শিল্পী গোষ্ঠির প্রতিষ্ঠাতা। ১৯৯৯ সালে তিনি একুশে পদক পান।
তার জনপ্রিয় দশ গান
এক. ঘর করলাম না রে আমি সংসার করলাম না
দুই. দুই পাহাড়ের মাঝে মাওলায় মসজিদ বানাইছে
তিন.মায়ের এক ধার দুধের দাম
চার. হঠাৎ কোনো পথে দেখা হলে দুজনাতে
পাঁচ. ও সখিনা গেছস কি না ভুইল্যা আমারে
ছয়. নাম তার ছিল জন হেনরী
সাত. কালো কালো মানুষের দেশে
আট. চল সখিনা দুবাই যামু দ্যাশে বড় দুঃখরে।
নয়. কাইন্দো না রহমতের মা
দশ. আল্লাহ মেঘ দে পানি দে বলবো না তো আর
মন্তব্য করুন