
বলিউডের প্রিয়মুখ মুখ পঙ্কজ ত্রিপাঠী, অনবদ্য অভিনয় দিয়ে ইতিমধ্যে বলিউডে তিনি তার শক্ত অবস্থান তৈরী করেছেন। বিগত বছরগুলোতে প্রায় প্রতিটি ছবিতেই তাঁর অভিনয় তাঁকে নিয়ে গেছে এক অন্য উচ্চতায়। আজ তিনি বলিউডের অন্যতম নির্ভরযোগ্য তারকা।
আজকের পঙ্কজ ত্রিপাঠীকে এতদূর আসতে নানা প্রতিকূলতার সম্মূখীন হতে হয়েছে, একসময় তাঁর জীবন ছিল সংগ্রামের গল্পে ভরা। ‘গ্যাংস অফ ওয়াসিপুর’ তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিলেও অনেকেই হয়তো জানে না সিনেমার সাথে তাঁর প্রথম যোগাযোগ ঘটেছিল এক অদ্ভুত ঘটনার মধ্য দিয়ে, একটি বাড়িতে যার সূত্রপাত হয়েছিল পুরোহিত হিসেবে পূজা করতে গিয়ে!
পঙ্কজ ত্রিপাঠী ব্রাহ্মণ পরিবারের সন্তান। অভিনয় শুরুর আগে একবার তিনি একটি বাড়িতে পূজা করতে গিয়েছিলেন। তখন তিনি দশম শ্রেণির ছাত্র। পূজা শেষে যখন তিনি দক্ষিণা নিয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই যজমানেরা তাঁকে টাকার বদলে এক অভিনব প্রস্তাব দেন। সেই প্রস্তাবই তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয় এবং ধীরে ধীরে তিনি সিনেমার প্রতি আগ্রহী হয়ে ওঠেন। পঙ্কজ ত্রিপাঠী নিজেই এক সাক্ষাৎকারে এই মজার ঘটনাটি বর্ণনা করেছেন, কীভাবে সেই অদ্ভুত দক্ষিণা তাঁর জীবনের গতিপথ বদলে দিয়েছিল।
পঙ্কজ ত্রিপাঠী বলেন- এটা খুব মজার একটা গল্প, আসলে সেদিন আমাদের গ্রামে কোনও পুরোহিত ছিলেন না। একজন বলল তুমি গিয়েই কাজটা সেরে নাও। তো আমি গেলাম আর পূজা করার পর বললাম- ‘দক্ষিণা দাও, আমি এবার ফিরব।’ সেসময় আমি ১২-১৫ বছর বয়সী ছিলাম পড়তাম দশম শ্রেণিতে। আমার সেই যজমানরা ছিলেন কুস্তিগীর। ওনারা বললেন- দক্ষিণা কী নেবে, তোমার বয়স তো অনেক কম। গোপালগঞ্জের তিনটি সিনেমা হলের দারোয়ান আমরা। তুমি যদি কখনো সিনেমা দেখতে যাও তাহলে সেখানে টিকেট তোমার জন্য ফ্রি, আমরা তোমাকে হলে বসিয়ে দেব!
সেই দিনের পর থেকেই পঙ্কজ নিয়মিত সিনেমা দেখতে শুরু করেন। এই ঘটনা তাঁর মনে সিনেমার প্রতি এক গভীর ভালোবাসা তৈরি করে। এক পুরোহিতের জীবন থেকে এভাবেই তিনি হয়ে ওঠেন আজকের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী।
মন্তব্য করুন