
মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ‘ডাক্তার স্ট্রেঞ্জ’ খ্যাত অভিনেতা বেনেডিক্ট কাম্বারব্যাচ হলিউডকে ‘ভয়াবহ অপচয়কারী শিল্প’ বলে আখ্যা দিয়েছেন। সম্প্রতি ‘রুথিজ টেবল ৪’ পডকাস্টে এক সাক্ষাৎকারে অস্কার মনোনীত এই অভিনেতা তাঁর কাজের জন্য শারীরিক পরিবর্তনের বিষয়টিকে ভালোবাসলেও ক্ষুধা না থাকলেও খেতে থাকাটা ভয়াবহ’ বলে উল্লেখ করেছেন।
কাম্বারব্যাচ বলেন- ‘দায়িত্ব, সম্পদ এবং টেকসইয়ের প্রসঙ্গে ফিরে এসে মনে হয় ‘আমি কী করছি? আমি যে পরিমাণ খাচ্ছি, তা দিয়ে একটা পরিবারের খাবার হয়ে যাবে’। তিনি জানান, ডাক্তার স্ট্রেঞ্জের শারীরিক গঠন পাওয়ার জন্য তাঁকে দিনে পাঁচ বেলা খাবার খেতে হত। এর বাইরেও তিনি সেদ্ধ ডিম, কাঠবাদাম এবং পনিরের মতো স্ন্যাকস খেতেন খাবারের বিরতিতে।
হলিউডের বিশাল স্টুডিও প্রোডাকশনের সঙ্গে পরিচিত এই অভিনেতা, যেখানে প্রচুর পরিমাণে খাবার নষ্ট হয় সেখানে নিজের অতিরিক্ত খাবার গ্রহণ নিয়ে তাঁর এই মন্তব্য শিল্পে অপচয়ের বিষয়টি আবারও সামনে নিয়ে এল।
মন্তব্য করুন