
চলতি বছর পবিত্র ঈদুল আজহায় পালিত একটি গরু বিক্রির উদ্দেশে রইস উদ্দিন রাজধানীর উত্তরার দিয়াবাড়ি হাটে হাজির হয়েছিলেন। গত ৫ জুন তিনি গরুটি ১ লাখ ২৩ হাজার টাকায় বিক্রি করেন। কিন্তু ক্রেতার জাল নোটের জালিয়াতির শিকার হন। হাটে জাল টাকার খপ্পরে পড়া গরু বিক্রেতা রইস উদ্দিনকে ওমরা পালন করা কারতে চান চিত্রনায়িকা অপু বিশ্বাস।
শুক্রবার (২৫ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা যায় রইস উদ্দিনকে। এদিন ভোর ৬টায় সৌদি আরবের উদ্দেশে বিমানবন্দর থেকে থেকে রওনা হন তিনি।
রইস সংবাদমাধ্যমে বলেন, অভিনেত্রী অপু বিশ্বাস আমাকে ওমরা করাচ্ছেন। তিনি কথা রেখেছেন। আমি যাচ্ছি, পবিত্র ওমরা পালন করতে।
পশুর হাটে যখন রইস বুঝতে পারেন তার টাকার বান্ডেলে জাল নোট, তখন তিনি কান্নায় ভেঙে পড়েন। সে মুহূর্তের ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দেন। বৃদ্ধের পাশে সহায়তার হাত বাড়ান অপু বিশ্বাসও।
জানা যায়, আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন নামের একটি সংগঠন বৃদ্ধের গরু বিক্রির টাকা অনুদান হিসেবে প্রদান করে। তাই ফাউন্ডেশন কর্তৃপক্ষ অভিনেত্রীকে জানান, বৃদ্ধকে গরু কেনা টাকা সাহায্য পেয়েছেন। তার ওমরা পালনের ইচ্ছা রয়েছে। তাই চাইলে ওমরা করার জন্য অর্থ সাহায্য দিতে পারেন অপু।
এ প্রসঙ্গে অপু বলেন, আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের মাধ্যমে জানতে পারি, চাচার ওমরা পালনের খুব ইচ্ছা। তিনি আমার বাবার বয়সী। তাই মেয়ে হিসেবে আমি তার ওমরা পালনের যাবতীয় খরচ বহন করবো, কথা দেই। আর যদি তিনি এই মুহূর্তে ওমরা না করতে চান, তাহলে পরিবারের জন্য তার হাতে ৫০ হাজার টাকা তুলে দিব বলেছিলাম। চাচা ওমরা পালন করতে চান। তাই তার সব ব্যবস্থা করে দিয়েছি।
মন্তব্য করুন