মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

৪০০ কোটির ছবিতে পারিশ্রমিকেই ১৫০ কোটি, বাকিটা অ্যাকশনে!

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ০৩:০২ পিএম

যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত ছবি ‘ওয়ার ২’ নিয়ে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। গত পরশু (২৫ জুলাই) ট্রেলার প্রকাশের পর থেকেই ছবিটির বিশাল ক্যানভাস এবং অ্যাকশন সিকোয়েন্স নিয়ে চলছে জোর আলোচনা। সূত্রমতে, চলচ্চিত্রটি বিশ্বমানের নির্মাণের লক্ষ্যে ছয়টি বিশেষ অ্যাকশন দৃশ্যে সমৃদ্ধ করা হয়েছে যা দর্শকদের এক দারুণ অভিজ্ঞতা দেবে।

ভারতীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী ‘ওয়ার ২’ ভারতের সবচেয়ে ব্যয়বহুল স্পাই থ্রিলার হতে চলেছে, যার বাজেট ধরা হয়েছে ৪০০ কোটি টাকা। এর আগে যশ রাজ ফিল্মসের ‘টাইগার ৩’ (৩৫০ কোটি টাকা) এবং ‘পাঠান’ (৩২৫ কোটি টাকা) ছিল তাদের সবচেয়ে ব্যয়বহুল ছবি, কিন্তু ‘ওয়ার ২’ সেগুলোকে ছাড়িয়ে গেছে। যদিও এই বাজেটে প্রচারণার খরচ অন্তর্ভুক্ত নয়।

ছবিটির তারকাদের পারিশ্রমিকও বেশ চমকপ্রদ। তেলেগু সুপারস্টার এনটিআর জুনিয়র এই ছবির জন্য ৭০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন, হৃতিক রোশন ৫০ কোটি টাকা অগ্রিম পারিশ্রমিকের পাশাপাশি ছবির লভ্যাংশ থেকেও অংশীদারিত্ব পাবেন। অভিনেত্রী কিয়ারা আদভানি ১৫ কোটি এবং অনিল কাপুর নিয়েছেন ১০ কোটি টাকা।

শুধু অভিনেতাদের পারিশ্রমিক বাবদই খরচ হয়েছে ১৫০ কোটি টাকা। পরিচালক অয়ন মুখার্জীও পাচ্ছেন ৩০ কোটি টাকার একটি মোটা অঙ্কের চেক।

বাকি ২২০ কোটি টাকা ছবির নির্মাণ এবং ভিজ্যুয়াল এফেক্টসের পেছনে ব্যয় করা হয়েছে যা দর্শকদের একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা দেবে বলে জানা গেছে। ছবিটি মুক্তি পাবে আগামী ১৪ আগস্ট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট