বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

মুক্তিযোদ্ধা নায়ক-প্রযোজক সোহেল রানার আক্ষেপ

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ০৩:৫৮ পিএম

মুক্তিযুদ্ধ নির্ভর বাংলাদেশের প্রথম ছবি ‘ওরা ১১ জন’ যার প্রযোজক ছিলেন মাসুদ পারভেজ।১৯৭৪ সালে কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা সিরিজের একটি গল্প নিয়ে ‘মাসুদ রানা ছবির নায়ক হন মাসুদ পারভেজ এবং তার পর্দা নাম দেন সোহেল রানা। এরপর ‘এপার ওপার’ ছবিটা জনপ্রিয় ও আলোচিত হলে তিনি সোহেল রানা নামেই পরিচিতি পান।

ত্রিশটির বেশি ছবি প্রযোজনা করেছেন তিনি।পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ছাত্র রাজনীতি করতেন, যোগ দিয়েছিলেন মুক্তিযুদ্ধে। পরে রাজনীতিতেও যোগ দিয়েছিলেন।আক্ষেপ ও বেদনা নিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন।

সেখানে লিখেছেন-‘ কাঁধে ভর করে দাঁড়িয়ে আছি কষ্ট করে। টাকা জমা দেয়ার জন্য বসার জায়গা নেই। ২৫ জন বসার জায়গা হলে ১০০ জন রোগী দাঁড়িয়ে আছে। সিনিয়র সিটিজেন হিসেবে বা স্বাধীনতা যুদ্ধের একজন যোদ্ধা হিসেবে জাতীয় পরিচয়পত্রের কোনরকম দাম সম্মান কিছুই নেই। কেবিন ভাড়া যা ছিল এক বছরে তা দ্বিগুণ হয়ে গেছে। মুক্তিযোদ্ধাদের জন্য তার কোনটাই প্রযোজ্য নয় । সার্টিফিকেট কি কাজে আসে বা মুক্তিযোদ্ধা আইডেন্টিটি কার্ড কোন কাজে আসে বুঝি না। কোন অভিযোগ নেই শুধু একটু দীর্ঘ নিঃশ্বাস!’

মুক্তিযোদ্ধা নায়ক-প্রযোজক সোহেল রানার এই দীর্ঘশ্বাস আলোচনার জন্ম দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার