মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

জেন-জি’র নতুন সেনসেশন অনীত পাড্ডা

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ১২:৪৪ পিএম

‘সায়ারা’র অভাবনীয় সাফল্যের পর জেন-জি সেনসেশন অনীত পাড্ডার পরবর্তী প্রকল্প ‘ন্যায়া’ নিয়ে ইন্টারনেট জুড়ে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে। এই প্রকল্পটি একটি স্ট্রিমিং ওয়েব সিরিজ যা নির্মাণ করেছেন নিত্যা মেহরা এবং তার স্বামী করণ কাপাডিয়া।

বিভিন্ন সূত্রমতে ‘ন্যায়া’ অনীত পাড্ডার ‘সায়ারা’তে চুক্তিবদ্ধ হওয়ার আগেই শুট করা হয়েছিল। ইয়াস রাজ ফিল্মস অনীতকে একজন থিয়েটারাল হিরোইন হিসেবে প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর।

২২ বছর বয়সী অনীত পাড্ডার ‘সায়ারা’ ছবিটি মুক্তির মাত্র নয় দিনে অভ্যন্তরীণভাবে ২০০ কোটি রুপির বেশি আয় করেছে এবং এটি সম্ভবত ৫০০ কোটি রুপির বেশি আয় করবে বলে ধারণা করা হচ্ছে। এই বিশাল সাফল্যের পর ইয়াস রাজ ফিল্মস অনীতের থিয়েটারাল ইক্যুইটি মজবুত করার পরিকল্পনা করছে। বলিউড এর একটি বানিজ্য সূত্র জানিয়েছে- ‘অনীত ইয়াস রাজ ফিল্মস এর জন্য একজন বড় পর্দার নায়িকা। ‘ন্যায়া’ ‘সায়ারা’ সাইন করার আগে শুট করা হয়েছিল এবং এটি তার থিয়েটারাল নায়িকা হিসেবে ক্যারিয়ারের গতিপথের উপর কোনো প্রভাব ফেলবে না। যে মেয়েটি সম্ভবত থিয়েটারে ৪০০ কোটির হিট দিচ্ছে, মাত্র ২২ বছর বয়সে একজন সত্যিকারের জেন-জি তারকা, তাকে থিয়েটারের জন্য সংরক্ষণ করা হবে। তাকে একটি প্রজন্মের মুখ হিসেবে গড়ে তোলার বিশাল পরিকল্পনা রয়েছে এবং এটি শুধুমাত্র তার থিয়েটারাল ইক্যুইটি সুসংহত করার মাধ্যমেই অর্জন করা সম্ভব’।

মহিত সুরি পরিচালিত ‘সায়ারা’ ছবিতে অনীতের সাথে অভিষেক হয়েছে আহান পান্ডের। ছবিটির অভাবনীয় সাফল্য অনীত পাড্ডাকে বলিউডের অন্যতম সম্ভাবনাময় তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

ইয়াস রাজ ফিল্মস তাকে বড় পর্দায় আরও বড় পরিসরে ভাবছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার