
আগস্ট মাসের প্রথম রবিবার বন্ধু দিবস। তিন আগস্ট সেই হিসেবে বন্ধু দিবস হলেও অনেক দেশে ত্রিশে জুলাইও বন্ধু দিবস পালিত হয়। সে যাই হোক বন্ধুত্ব সপ্তাহের প্রথম দিন পহেলা আগস্টে মুক্তি পাচ্ছে তিন বন্ধু ও এক তরুনীর ছবি ‘উড়াল’। অনেক নতুন মুখ দেখা যাবে এই ছবিতে যারা প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন।
পরিচালক,প্রযোজক ও কাহিনীকারের ডেব্যু ছবিও ‘উড়াল। নির্মাতা জোবায়দুর রহমান জানান তার মতো এই ছবির প্রযোজক অভিনেতা শরীফ সিরাজের এটা প্রথম প্রযোজনা এবং আবদুল হালিম প্রামানিক প্রথমবারের মতো ছবির চিত্রনাট্য লিখেছেন।
ছবির অভিনেতা অভিনেত্রী সবার বয়স বিশ থেকে পচিশের ভেতর। এই ছবির জন্য অডিশন ও ওয়ার্কশপের মাধ্যমে অভিনয় শিল্পী বাছাই করা হয়েছিল। সৈয়দপুর ও পার্বতীপুরে ছবির শুটিং হয়েছে, সেখানকার স্থানীয় ভাষাও ব্যবহৃত হয়েছে ছবিতে। একারণে এই এলাকায় অডিশন ও নাট্যদলের কর্মীদের থেকে পাওয়া অভিনয় শিল্পীদের ওয়ার্কশপ করিয়ে ছবির জন্য তৈরি করা হয়।
এটি বন্ধুত্বের গল্প বিধায় বন্ধুত্বের আবহ তৈরি করা হয়েছিল ওয়ার্কশপ ও শুটিং চলাকালে। এছাড়া বাজেটের ম্বল্পতাও ছিল। তবু ছবি নিয়ে আশাবাদী সব নতুন অভিনেতা অভিনেত্রী,প্রযোজক,পরিচালক ও চিত্রনাট্যকার।
মন্তব্য করুন