মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

সংগীত শিল্পী ও নির্মাতা জুয়েলের স্মরণে ‘মহাকালের একবছর’

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ০২:৫৬ পিএম

সংগীত শিল্পী ও নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েলের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। দীর্ঘদিন ক্যানসারে ভুগে গত বছরের ৩০ জুলাই তিনি মারা যান। তার স্মরণে জুয়েলের আত্মীয় স্বজন,ভক্ত এবং বন্ধুরা ‘মহাকালের একবছর’ শিরোনামে এক স্মরণসভার আয়োজন করেছে।

আগামীকাল পহেলা আগস্ট বেইলী রোডের মহিলা সমিতির ড.নীলিমা ইব্রাহিম মিলনায়তনে এই স্মরণসভা অনুষ্ঠিত হবে। জুয়েলের বন্ধু ও পরিবার সূত্রে জানা গেছে এটা কোনো প্রচলিত স্মরণসভার মতো নয়। ‘মহাকালের একবছরে’ বন্ধুদের সাথে আড্ডার স্মৃতি.তার নির্মাণ,খানিক স্মৃতিচারণ আর তাঁর গাওয়া গান থাকবে। থাকবে তাকে নিয়ে কথ্য এবং তথ্যচিত্র। থাকবে দোয়া মাহফিলও।

জানা পেছে সংগীত শিল্পী বাপ্পা মজুমদার,আঁখি আলমগীর,আলিফ আলাউদ্দীন সহ আরো অনেকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

অডিও ইন্ডাস্ট্রির স্বর্নযুগে জুয়েলের অনেকগুলো গানের অ্যালবাম বেরিয়েছিল। তার প্রথম অ্যালবাম আইয়ুব বাচ্চুর সুরে ‘কুয়াশা প্রহর’ বের হয় ১৯৯৩ সালে। ১৯৯৪ তে ‘এক বিকেলে’.১৯৯৬ তে ‘একটা মানুষ’,১৯৯৭ তে ‘দেখা হবে না’ ও ২০০৯ এ প্রকাশিত ‘দরজা খোলা বাড়ি’ তার উল্লেখযোগ্য অ্যালবাম। ২০১৭ সালে সর্বশেষ অ্যালবাম বের হয়েছিল যার শিরোনাম ‘এমন কেন হলো’।

তিনি কয়েকটি টেলিভিশনে কাজ করেছেন, টেলিভিশনের জন্য অনেক অনুষ্ঠান ও তথ্যচিত্র নির্মাণ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার