বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

মার্ভেলে ফিরতে মরিয়া জেরেমি রেনার

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ০৩:৪৮ পিএম

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স জনপ্রিয় চরিত্র ‘হকআই’ হিসেবে ফেরার জন্য পুরোপুরি প্রস্তুত অভিনেতা জেরেমি রেনার। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। রেনার বলেন- মার্ভেল তার জন্য যা কিছুই পরিকল্পনা করুক না কেন তা হোক ‘হকআই’ সিরিজের দ্বিতীয় সিজন অথবা অন্য কোনো বড় সিনেমা তিনি সবকিছুর জন্যই প্রস্তুত। আমি সবসময়ই এই জগতে থাকতে ভালোবাসি। আমি সেখানকার সবাইকে এবং চরিত্রটিকে খুব পছন্দ করি। আমি নিশ্চিত যে আমরা ‘হকআই’ এর সিজন ২ করবো এবং আরও অন্যান্য কাজও করবো। এর জন্য আমি ভীষণ খুশি। আমার শরীর এখন এমন ধরনের কাজের জন্য তৈরি হচ্ছে।

২০২৩ সালে তুষারযানের দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন রেনার। সেই প্রসঙ্গে তিনি জানান এখন সেই আঘাত থেকে ১৫০% এরও বেশি সুস্থ হয়ে উঠেছেন এবং মার্ভেলের ছবির জন্য প্রয়োজনীয় স্টান্টের কাজ করার জন্য সম্পূর্ণ প্রস্তুত।

রেনার এ প্রসঙ্গে বলেন- ‘স্বাস্থ্য আমার জীবনের একটি কেন্দ্রীয় অংশ হয়ে উঠেছে আর এটাই আমাকে আবার ফিরিয়ে এনেছে। বয়স বাড়লেও আমি নিজেকে আগের চেয়ে আরও বেশি শক্তিশালী অনুভব করছি। যদিও আমার কিছু শারীরিক সীমাবদ্ধতা যেমন টেন্ডন ও নড়াচড়ার সমস্যা আছে, তবে আমি সুস্থ ও শক্তিশালী হওয়ার জন্য প্রচুর সময় দিয়েছি।’

এর আগে রেনার আরও একবার মার্ভেলে ফেরার বিষয়ে কথা বলেছিলেন। গত মে মাসে তিনি জানান মার্ভেল তাকে ‘হকআই’ সিজন ২ এর জন্য ফিরে আসার প্রস্তাব দিলেও প্রথম সিজনের বেতনের অর্ধেক দেওয়ার কথা বলেছে। রেনার তখন রসিকতা করে বলেছিলেন- আমি দুঃখিত? কেন? তোমরা কি ভেবেছ যে তুষারযানে চাপা পড়ার কারণে আমি অর্ধেক জেরেমি হয়ে গেছি? হয়তো সে কারণেই তোমরা আমাকে প্রথম সিজনের বেতনের অর্ধেক দিতে চাও।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার