বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

‘সম্মাননা,পুরস্কার বা স্বীকৃতি শিল্পের প্রতি দায়বদ্ধতা বাড়িয়ে দেয়’ : এরশাদ হাসান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ০৮:৩৯ এএম
আপডেট : ৩১ জুলাই ২০২৫, ০২:৫৮ পিএম

আমাদের সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা মানুষগুলো যখন স্বীকৃতি পান তখন তারা সবাই প্রায় একই কথা বলেন। বিশেষ করে সংস্কৃতি অঙ্গনের মানুষরা। সারা জীবনে চর্চার স্বীকৃতি হিসেবে কোন অর্জন, বিশেষ করে কোন পুরস্কার বা সম্মাননা প্রাপ্তিতে তারা আরো ভালো কাজ করার ক্ষেত্রে দায়বদ্ধতার কথা বলেন। তারা বলেন সম্মাননা বা পুরস্কার বা স্বীকৃতি শিল্পের প্রতি তাদের দায়বদ্ধতা বাড়িয়ে দেয়। যেমনটি বলেছেন অভিনয়শিল্পী প্রশিক্ষক, সংগঠক এরশাদ হাসান।

বেশ কিছু বছর ধরেই থিয়েটার তথা মঞ্চ নাট্য চর্চার সঙ্গে যুক্ত এরশাদ। পাশাপাশি টিভি নাটকেও কাজ করছেন সমানতালে। সংস্কৃতি বিভিন্ন শাখায় সমান বিচরণ তার। স্বীকৃতি হিসেবে বেশ কিছু সম্মাননাও পেয়েছেন তিনি। সম্প্রতি দেশের অন্যান্য গুণী ব্যক্তিদের সঙ্গে ‘ট্র্যাব স্টার অ্যাওয়ার্ড-২০২৫’ পেয়েছেন মো. এরশাদ হাসান। জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেয়া হয়। সম্মাননা প্রাপ্তির অনুভূতিতে এরশাদ হাসান বলেন, একজন অভিনেতার জন্য পুরষ্কার প্রাপ্তি এক অর্থে তার সামগ্রিক কর্মের স্বীকৃতি। থিয়েটারকর্মী হিসেবে এই স্বীকৃতি আনন্দের এবং সম্মাননা বা পুরস্কার প্রাপ্তি শিল্পের প্রতি দায়বদ্ধতা বাড়িয়ে দেয়।

ধারাবাহিক প্রস্তুতির মধ্য দিয়ে কখনো মঞ্চনাটকে, কখনো পথনাটকে, কখনো নির্বাক মঞ্চাভিনয়ে, কখনো বেতারে বাচিক অভিনয়ে, কখনো টেলিভিশনের চরিত্রাভিনয়ে, কখনো ফটোগ্রাফার হয়ে ছবি তুলে, আবার কখনো বৃহৎ শিল্পকর্মের সমন্বয়ক হয়ে, কখনো নাট্যদলের আর্টিস্টিক ম্যানেজার হয়ে দেশ-বিদেশ বিভূইয়ে যার নিরন্তন পথচলা এরশাদ হাসানের। একদিকে নিজেকে করে তুলেছে শিল্প সমৃদ্ধ, অপরদিকে যার শিল্পের অসংখ্য দ্যুতিময় উপস্থিতি।

শিল্পানুরাগীদের কাছে স্বতন্ত্রভাবে পরিচিত করেছে এই নাট্যাভিনেতাকে। মঞ্চাভিনয়ের শুরু হয় জাতীয় অধ্যাপক কবির চৌধুরী পরিচালিত থিয়েটার স্কুলের বছর মেয়াদী সার্টিফিকেট কোর্স সফলভাবে সম্পন্ন করে। নাট্যপ্রযোজনার কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে নাট্যাঙ্গনে ব্যাপক পরিচিতি পান এরশাদ হাসান। গত দুই দশক বিশ্ব বরেণ্য নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার পরিচালিত থিয়েটার নাট্যদলের সদস্য ও নাট্যকর্মী হিসাবে একের পর এক নাটকের চরিত্র থেকে চরিত্রে বিচিত্র অভিনয় ও সাংগঠনিক দায়িত্বের এক দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন তিনি।

নাট্যাভিনয় এবং সাংগঠনিক যাত্রা পথে ড. ফরহাদ জামান পলাশ নির্দেশিত স্যামুয়েল বেকেটের এন্ড গেম এর অনুবাদ ‘শেষখেলা’ নাটকের পোশাক পরিকল্পনা, মঞ্চ ব্যবস্থাপনা ও প্রয়োগে এরশাদ হাসান। গিরিশ কারনাডের রচনায়, আশীষ গোস্বামীর অনুবাদে, রামেন্দু মজুমদারের নির্দেশনায় নাটক ‘মাধবী’তে অভিনীত চরিত্র রাজ সেবক। বাংলাদেশ শিল্পকলা একাডেমির রেপার্টরী নাট্য প্রযোজনা, গোলাম সারোয়ার নির্দেশিত ‘ক্ষেতমজুর খৈমুদ্দিন’ নাটকে রহমত চরিত্র। থিয়েটার প্রযোজিত আব্দুল্লাহ আল মামুনের রচনা ও নির্দেশনায় ‘মেরাজ ফকিরের মা’ নাটকে গ্যাদা ফকিরের চৌকষ চ্যালা হেকমত চরিত্রে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির রেপার্টরী নাট্য প্রযোজনা, আতাউর রহমান নির্দেশিত, ‘রুদ্র রবি ও জালিয়ান ওয়ালাবাগ’ নাটকে অবিশাস্য দক্ষতায় বৃটিশ মেম্বার, দাদা ঠাকুর ও সঞ্জয়রূপত্রয় চরিত্রে অভিনয়। থিয়েটার প্রযোজিত, ত্রপা মজুমদার নির্দেশিত ‘বারামখানা’ নাটকে লালন সাঁইয়ের প্রধানতম শিষ্য শীতল সাঁই চরিত্র। নায়লা আজাদ নূপুর নির্দেশিত, থিয়েটার প্রযোজিত ‘মুক্তধারা’ নাটকের রাজকুমার সঞ্জয় চরিত্রের পাশাপাশি নাটকটির সার্বিক ব্যবস্থাপনায়ও ছিল প্রশংসনীয় ভূমিকা। জাপানের উচিমূরা পদকপ্রাপ্ত, বাংলাদেশ শিল্পকলা একাডেমির রেপার্টরি প্রযোজনা, ‘একশ বস্তা চাল’ নাটকের বিশেষ চরিত্র।

অতি সম্প্রতি তিনি অপূর্ব কুমার কুণ্ডুর রচনা ও শুভাশিষ দত্ত তন্ময়ের নির্দেশনায় একটি একক চরিত্রের নাটকে অভিনয় করতে যাচ্ছেন। তিনি যেমন একাধারে বেতার ও টিভিতে উত্তীর্ণ তালিকাভূক্ত অভিনয় শিল্পী, আবার তেমনি বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত টিভি নাটকের নিয়মিত অভিনয় শিল্পী। একুশে টিভির মেগা ধারাবাহিক জুয়েল মাহমুদের রচনা ও পরিচালনায় ‘ললিতা’ নাটকে ললিতা কেন্দ্রিয় চরিত্রের চাচাতো ভাই শরীফুল চরিত্রে এরশাদ হাসান। ম. আ. সালাম রচিত ও মান্নান শফিক পরিচালিত, বিটিভিতে প্রচারিত ধারাবাহিক ‘রং তামাশ’ নাটকে অন্যতম চরিত্র। মাছরাঙ্গা টেলিভিশনে প্রচারিত এ.ডি. দুলাল পরিচালিত ধারাবাহিক নাটকের পাচক চরিত্র। অভিনেতা লিটু আনাম, আরফান আহমেদ, টুটুল এবং এরশাদ হাসান বন্ধুচতুষ্ঠয়ের বন্ধুত্বের গাঁথা নিয়ে বৈশাখী টিভিতে প্রচারিত পুরস্কার প্রাপ্ত চিত্রনায়ক বুলবুল আহমেদ পরিচালিত সর্বশেষ ধারাবাহিক ‘বাবার বাড়ী’ নাটকে অভিনয়। জুয়েল মাহমুদের রচনা ও পরিচালনায় একুশে টেলিভিশনের আরো একটি ধারাবাহিক ‘টাট্টু ঘোড়া’ নাটকে তার অভিনয় বিচিত্র চরিত্রে বহুমাত্রিক অর্থে বর্ণিলপূর্ণ। এ ছাড়াও বর্তমানে তিনি নির্মানাধীন কয়েকটি নাটকে সমানতালে অভিনয় চালিয়ে যাচ্ছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার