
পপ তারকা জাস্টিন টিম্বারলেক সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যার কথা প্রকাশ্যে এনেছেন। তার দুই বছরব্যাপী ‘ফরগেট টুমরো’ ট্যুর শেষ হওয়ার পর ইনস্টাগ্রামে একটি পোস্টে জানান তিনি লাইম রোগে আক্রান্ত। টিম্বারলেক বলেন- তিনি সাধারণত ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না কিন্তু এই বিষয়টি তিনি সবার সঙ্গে ভাগ করে নিতে চেয়েছেন। তিনি পেস্টে লেখেন- ‘অন্যান্য কিছু স্বাস্থ্য সমস্যার পাশাপাশি আমি লাইম রোগে আক্রান্ত হয়েছি, এই কথা আমি বলছি না যাতে আপনারা আমার জন্য দুঃখ বোধ করেন বরং আমি পর্দার আড়ালে কীসের মুখোমুখি হয়েছি সে সম্পর্কে একটু ধারণা দিতে’।
এই রোগকে ‘শারীরিক এবং মানসিকভাবে অত্যন্ত দুর্বলকারী’ হিসেবে বর্ণনা করে টিম্বারলেক বলেন- রোগ নির্ণয়ের পর তিনি বুঝতে পারেন কেন তিনি মঞ্চে পারফর্ম করার সময় তীব্র স্নায়ু ব্যথা, ক্লান্তি এবং অসুস্থতা অনুভব করতেন। তিনি ভেবেছিলেন ট্যুর বন্ধ করে দেবেন কিন্তু পারফর্ম করার আনন্দ তাকে চালিয়ে যেতে অনুপ্রাণিত করে। তিনি আরো জানান- ‘আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে পারফর্মিংয়ের আনন্দ আমার শরীরের ক্ষণিকের চাপকে ছাড়িয়ে যায়। আমি আনন্দিত যে আমি চালিয়ে গিয়েছিলাম’।
এই কঠিন সময়ে তার মানসিক দৃঢ়তা প্রমাণ করতে পেরেছেন বলে তিনি মনে করেন। তিনি আশা প্রকাশ করেন যে তার এই খোলাখুলি স্বীকারোক্তি অন্যদেরও এই রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করবে। পোস্টের শেষে তিনি তার ক্রু, ব্যান্ড এবং ভক্তদের ধন্যবাদ জানান।
টিম্বারলেকের এই মন্তব্যের আগে কিছু কনসার্টে তার পারফর্ম্যান্স নিয়ে দর্শক অনলাইনে সমালোচনা করেছিলেন। বিলবোর্ডের প্রতিবেদন অনুযায়ী তার এই ট্যুরটি ৪১টি শো থেকে ৭৩.২ মিলিয়ন ডলার আয় করে তাকে শীর্ষ ১০ ট্যুর শিল্পীর মধ্যে স্থান করে দেয়। শেনিয়া টোয়েন, এভ্রিল ল্যাভিন এবং জাস্টিন বিবারের মতো তারকারাও অতীতে লাইম রোগে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন।
মন্তব্য করুন