
বলিউডে প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে রাজত্ব করার পর অবশেষে নিজের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলেন বলিউড বাদশা শাহরুখ খান। শুক্রবার ঘোষিত ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে অ্যাটলি পরিচালিত ‘জাওয়ান’ ছবিতে তার অনবদ্য অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার সম্মান পেলেন তিনি।
এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই চলচ্চিত্র অঙ্গন এবং ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি হয়েছে। শাহরুখের বন্ধু এবং সহকর্মীরা, যাদের মধ্যে কাজল ও ফারাহ খান অন্যতম, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের আনন্দ প্রকাশ করেছেন। কাজল তার ইনস্টাগ্রাম স্টোরিতে ‘জাওয়ান’ ছবির একটি পোস্টার শেয়ার করে লিখেছেন- ‘আপনার এই বিশাল জয়ের জন্য অভিনন্দন’।
শাহরুখের একাধিক ছবির পরিচালক ফারাহ খানও একটি আন্তরিক বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন- আমার প্রিয় শাহরুখকে জাতীয় পুরস্কার জেতার জন্য অভিনন্দন!! এবার ‘শিদ্দত সে কোশিশ’ (আন্তরিক চেষ্টা) সত্যিই সফল হলো। অস্কারজয়ী সুরকার এ আর রহমান তার এক্স (পূর্বে টুইটার) এ লিখেছেন- ‘কিংবদন্তি অভিনন্দন’।
অভিনেতা অনিল কাপুর ‘জাওয়ান’ ছবিতে শাহরুখের অভিনয়ের প্রশংসা করে বলেন- ‘এই সম্মান আপনার প্রাপ্য! ‘জাওয়ান’ এর মতো একটি অভিনয় ইতিহাস তৈরি করবেই। আপনার প্রথম জাতীয় পুরস্কার এবং কী দারুণভাবেই না এটি পেলেন!
অভিনেত্রী অনন্যা পান্ডে ইনস্টাগ্রামে লিখেছেন- ‘কিং খান, সর্বকালের সেরা’। ‘জাওয়ান’ ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করা সান্যা মালহোত্রা লিখেছেন- ‘গুড টু গো, চিফ’। এছাড়াও, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, সোনম কাপুর, সুহানা খান, বাণী কাপুর, বরুণ ধাওয়ান-সহ আরও অনেক তারকা শাহরুখের পুরস্কার জেতার পোস্টে লাইক দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণার পর শুক্রবার রাতে শাহরুখ খান নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লেখেন- ‘জাতীয় পুরস্কার দিয়ে আমাকে সম্মানিত করার জন্য ধন্যবাদ। জুরি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রককে ধন্যবাদ এই সম্মানের জন্য ভারত সরকারকে ধন্যবাদ। এই ভালোবাসায় আমি অভিভূত। আজ সবাইকে অর্ধেক আলিঙ্গন’।
মন্তব্য করুন