বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

টম হল্যান্ডের নতুন স্পাইডার-ম্যান সুট উন্মোচন

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ১১:৪৩ এএম

অবশেষে ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েছেন অভিনেতা টম হল্যান্ড। সম্প্রতি তার আসন্ন সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ এর জন্য নিজের নতুন স্পাইডার-ম্যান সুটটি উন্মোচন করেছেন তিনি। গত শুক্রবার (১ আগস্ট) আন্তর্জাতিক স্পাইডার-ম্যান দিবস উপলক্ষে সুটটির একটি সংক্ষিপ্ত ঝলক দেখানোর পর শনিবার সকালে একটি দীর্ঘ ভিডিওর মাধ্যমে এর পূর্ণাঙ্গ রূপ প্রকাশ করেন হল্যান্ড।

‘ব্র্যান্ড নিউ ডে’ সিনেমাটি ২০২৬ সালের ৩১শে জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এটি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে টম হল্যান্ডের চতুর্থ স্পাইডার-ম্যান সিনেমা, যা ২০২১ সালের ব্লকবাস্টার ‘নো ওয়ে হোম’ এর পর আসছে। ‘নো ওয়ে হোম’ এ টবি ম্যাগুয়ার এবং অ্যান্ডু গারফিল্ডের স্পাইডার-ম্যানদের সঙ্গে স্ক্রিন শেয়ার করার পর এটিই হবে হল্যান্ডের প্রথম প্রত্যাবর্তন।

‘নো ওয়ে হোম’ এর রেশ ধরে আসছে ‘ব্র্যান্ড নিউ ডে’।‘নো ওয়ে হোম’ এর শেষে পিটার পার্কারের পরিচয় সারা বিশ্বের কাছে ফাঁস হয়ে যায়। এরপর ডক্টর স্ট্রেঞ্জের একটি মন্ত্রের কারণে সবাই পিটারকে ভুলে যায়, এমনকি তার প্রেমিকা এম.জে. ওয়াটসন-জোন্স (জেনডায়া) এবং তার প্রিয় বন্ধু নেড লিডসও (জ্যাকব ব্যাটালন)। এই সিনেমার শেষে পিটারের প্রিয় আন্ট মে’ও (মারিসা টোমেই) মারা যান।

এসব ঘটনার রেশ ধরে তৈরি হয়েছে ‘ব্র্যান্ড নিউ ডে’ যা একই নামের কমিক বুক সিরিজ থেকে অনুপ্রাণিত। কমিকসে স্পাইডার-ম্যান তার পরিচয় মুছে ফেলার এবং আন্ট মে-কে ফিরিয়ে আনার জন্য শয়তান মেফিস্টোর সাথে একটি চুক্তি করে যার ফলে এম.জে. এর সাথে তার বিয়ে ভেঙে যায় এবং তার জীবন নতুন করে শুরু হয়।

‘শ্যাং-চি’ সিনেমার পরিচালক ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন এই নতুন সিনেমাটি পরিচালনা করছেন। এই ছবিতে সাডি সিংক এবং লিজা কলোন-জায়াস নতুন চরিত্রে যুক্ত হচ্ছেন। এছাড়াও জন বার্নথালকে পানিশার এবং মার্ক রাফেলোকে হাল্ক চরিত্রে দেখা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার