
সংগীতপ্রেমীদের জন্য এক দারুণ খবর! আসছে নভেম্বরে বিশ্বখ্যাত সংগীতশিল্পী একন ভারতের তিনটি শহরে কনসার্ট করবেন। তার এই সফর সংগীতপ্রেমীদের মধ্যে নস্টালজিয়া ফিরিয়ে আনবে বলে আশা করা হচ্ছে।
একন ভারত সফরের জন্য বেশ উচ্ছ্বসিত। এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন- ভারত সব সময়ই আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, এটা আমার দ্বিতীয় বাড়ির মতো। এখানকার মানুষের এনার্জি, সংস্কৃতি আর ভক্তরা অন্য মাত্রার। আমি আবার এখানে ফিরে এসে সরাসরি পারফর্ম করতে পেরে খুবই আনন্দিত। এই ট্যুরটা বিশেষ কিছু হতে যাচ্ছে, চলুন একসঙ্গে ইতিহাস গড়ি’!
একন এর প্রথম কনসার্ট শুরু হবে নভেম্বরের ৯ তারিখ দিল্লিতে এরপর নভেম্বর ১৪ তারিখ বেঙ্গালুরুতে এবং ১৬ নভেম্বর মুম্বাইয়ে হবে শেষ কনসার্ট। এই সফরের আয়োজন করছে ‘হোয়াইট ফক্স’ নামের একটি প্রতিষ্ঠান।
‘হোয়াইট ফক্স’ এর সহ-প্রতিষ্ঠাতা আমান কুমার জানান- ‘একনকে ভারতে ফিরিয়ে আনাটা আমাদের জন্য একটি উৎসবের মতো। ভক্তরা যে রাতের জন্য এতদিন অপেক্ষা করছিল সেটি এবার আসছে। আমরা এমন একটি অসাধারণ অভিজ্ঞতা দেওয়ার প্রতিশ্রæতি দিচ্ছি যা আগামী বহু বছর ধরে মনে থাকবে’।
গত বছর একটি হাই-প্রোফাইল বিয়ের আগের অনুষ্ঠানে একন পারফর্ম করে ব্যাপক সাড়া ফেলেছিলেন। সেখানে তিনি তার জনপ্রিয় গান ‘চাম্মাক চাল্লো’ গেয়েছিলেন, যা শাহরুখ খান ও সালমান খানের মতো সুপারস্টারদেরও নাচতে বাধ্য করে। সেই সময়কার একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করে একন লিখেছিলেন, ‘বছরের সেরা প্রি-ওয়েডিং পার্টি। ভারতে আমার সবচেয়ে বড় হিট গানটি গাওয়ার জন্য আমার পুরো ভারতীয় পরিবারকে মঞ্চে নিয়ে এসেছিলাম। শাহরুখ, সালমান এবং সুখবীর সিং এর সঙ্গে দারুণ এক সন্ধ্যা। এটি ভোলার নয়।’
ঐ ভিডিওতে শাহরুখকে তার মেয়ে সুহানাকে জড়িয়ে ধরতে এবং সালমানকে ড্রামস বাজাতে দেখা যায়। একনের এই কনসার্টগুলো নিঃসন্দেহে ভারতীয় সংগীতপ্রেমীদের জন্য এক দারুণ অভিজ্ঞতা হবে বলে মনে করা হচ্ছে।
মন্তব্য করুন