বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্র সফর নিয়ে যা বললেন চিত্রনায়িকা বুবলী

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ১২:৫৪ পিএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১২:৫৫ পিএম

ঢাকাই শীর্ষ নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী ও ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। ছবিগুলোতে শাকিব-বুবলী জুটিকে দেখা গেছে বেশ স্বাচ্ছন্দ্যে। একে অপরের পাশে স্বাভাবিকভাবে দেখা যাওয়ায় অনেকেই তাদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু করেছেন। তবে ছবি প্রকাশের পর শাকিবের সাবেক স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাসকে দিকে তাকিয়ে ছিল সবাই। তবে এসবের মাঝেই অবশেষে মুখ খুললেন নায়িকা বুবলী।

শাকিব-বুবলীর ছবি ছড়িয়ে পড়ার পর অনেকেই ধারণা করেছিলেন, বিষয়টি নিয়ে হয়তো মন্তব্য করবেন অপু বিশ্বাস। যদিও শুরুতে তিনি কোনো মন্তব্য করেননি। পরে একটি অনুষ্ঠানে তাঁকে এ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে জানান, গত ১৫ জুন তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানে বিষয়টি নিয়ে সবকিছু স্পষ্ট করেছেন।

অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় অনেকেই শাকিব-বুবলীর একসঙ্গে থাকা ছবি পোস্ট করে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাদেরই একজন জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী। গত ৩ আগস্ট তিনি নিজের ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে তারকা জুটির কয়েকটি ছবি পোস্ট করে আবেগঘন ক্যাপশনে লেখেন, ‘শাকিব খান, শবনম বুবলী, শেহজাদ খান বীর, অনেক অনেক অভিনন্দন। এই বন্ধু দিবসে এই ছবিগুলো দেখে আনন্দে চোখে জল এল। কী যে ভালো লাগল।’

তিনি আরও লেখেন, ‘কিছু সম্পর্কের টান এমনই হয়, সময়, দূরত্ব, নীরবতা কিছুই তা থামিয়ে রাখতে পারে না। তারা হয়তো দুটি মুখ, কিন্তু গল্পটা সবসময়ই একটাই ছিল, তারা দু’জনেই শেহজাদ খান বীরের মা এবং বাবা। এটাই বড় সত্য আর সুন্দর। এবার শুধু গল্পটা আবার শুরু হয়েছে, আগের চেয়ে একটু বেশি শান্ত, একটু বেশি পরিণত, অনেক বেশি আপন, ভালোবাসার আর সম্মানের। কখনো কখনো জীবনে ফিরে আসাটাই সবচেয়ে সাহসী কাজ। আর একবার যখন দুটি আত্মা একসঙ্গে মিশে যায়, তখন সেটাকে আর ‘ফিরে আসা’ বলা যায় না, ওটা হয়ে যায় চিরস্থায়ী।’

সবশেষে চয়নিকা লিখেন, ‘শুভ কামনা তোমাদের জন্য… স্পেশালি আমাদের বীরের জন্য। একজন বাবা এবং তার মা মিলে তাকে অনেক সুন্দর স্মৃতি উপহার দিলেন। জীবনটা তো অনেক অনিশ্চিত।

তাই এই ভালো লাগা থেকে যাবে ছোট্ট বীরের মনের গহীনে। সন্তানের সঙ্গে, পাশে মা-বাবা—এটাই শান্তি দেয় যেকোনো স্বাভাবিক মানুষকে। এটাই সত্যি। এবার আর কোনো রেখা নয়, শুধু অনন্ত মেলবন্ধন। অনেক অনেক অভিনন্দন তোমাদের। অনেক প্রার্থনা আর শুভ কামনা। শাকিব ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আর আপুনি আমাদের অর্পা, সত্যি অনেক খুশি হয়েছি। অনেক ভালো থেকো। অনেক ভালোবাসি তোমাদের।’

চয়নিকার এই আবেগঘন পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন চিত্রনায়িকা বুবলী। এটাই ছিল ছবিগুলো ছড়িয়ে পড়ার পর তার প্রথম প্রকাশ্য মন্তব্য। পোস্টের মন্তব্যের ঘরে বুবলী লিখেছেন, ‘আপুনি, আমি ভাষা হারিয়ে ফেলেছি। তুমি এত সুন্দর করে লিখো কীভাবে? অনেক ভালোবাসার একজন মানুষ আপনি। সবসময় দোয়া ও ভালোবাসা।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার