
যশ রাজ ফিল্মসের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ওয়ার-টু’ এখন কেবল তার অ্যাকশনের জন্য নয় বরং একটি নতুন প্রযুক্তির ব্যবহারের জন্যও শিরোনামে উঠে এসেছে। জানা গেছে এই সিনেমার প্যান-ইন্ডিয়া কৌশল হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে অভিনেতা হৃত্বিক রোশনের তেলুগু ডাবিংয়ের ক্ষেত্রে এই প্রযুক্তি কাজে লাগানো হয়েছে।
কয়েক মাস আগে নমিত মালহোত্রা ঘোষণা করেছিলেন তিনি ‘রামায়ণ’ এর চরিত্রগুলোর লিপ সিঙ্ক একাধিক ভাষায় নিখুঁত করতে এআই প্রযুক্তি ব্যবহার করবেন। তবে জানা গেছে তার আগেই প্রযোজক আদিত্য চোপড়া ‘ওয়ার-টু’ এর জন্য একই ধরনের প্রযুক্তি ব্যবহারের কাজ শুরু করেছিলেন।
ভারতীয় একটি গণমাধ্যম নিশ্চিত করেছে দর্শকদের একটি আকর্ষণীয় অভিজ্ঞতা দিতে যশ রাজ ফিল্মস এই সিনেমাটিকে একটি ‘ট্রুবু মাল্টিলিঙ্গুয়াল’ সিনেমা হিসেবে তৈরি করছে। এতে হিন্দি ও তেলুগু উভয় ভাষাতেই লিপ সিঙ্ক নিখুঁত রাখা হয়েছে। যেখানে এনটিআর জুনিয়র নিজেই উভয় ভাষায় ডাবিং করেছেন, সেখানে যশ রাজ টিম হৃত্বিক রোশনের কণ্ঠ তেলুগুতে মিলিয়ে দেওয়ার জন্য অত্যাধুনিক এআই প্রযুক্তি ব্যবহার করেছে।
সূত্র আরও জানায়, এনটিআর জুনিয়র ‘ওয়ার-টু’ এর তেলুগু সংলাপ লেখার কাজে সৃজনশীলভাবে যুক্ত ছিলেন। তিনি নিজস্ব লেখক দল দিয়ে সংলাপগুলো লেখান এবং যতটা সম্ভব সেগুলোকে উন্নত করেন। তেলেগু দর্শকদের রুচি সম্পর্কে তার গভীর জ্ঞান থাকায় তিনি এমন একটি সিনেমা তৈরিতে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন যা তাদের পুরোপুরি মুগ্ধ করতে পারে। সিনেমার টিজারেও এই এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল, যা দর্শকদের কাছ থেকে ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে।
মন্তব্য করুন