বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

‘স্টার ওয়ার্স’-এ খলনায়ক হিসেব যুক্ত হচ্ছেন ম্যাট স্মিথ 

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ০৪:৩২ পিএম

অবশেষে জনপ্রিয় অভিনেতা ম্যাট স্মিথ ‘স্টার ওয়ার্স’ ইউনিভার্সে যোগ দিচ্ছেন। ‘হাউস অফ দ্য ড্রাগন’ খ্যাত এই তারকা শন লেভি পরিচালিত নতুন সিনেমা ‘স্টার ওয়ার্স: স্টারফাইটার’ এ একটি খলনায়কের চরিত্রে অভিনয় করবেন বলে নিশ্চিত করেছে মার্কিন পোর্টাল ‘দ্য হলিউড রিপোর্টার’। এই সিনেমায় প্রধান চরিত্রে থাকছেন রায়ান গসলিং।

এর আগে ২০১৯ সালের ‘স্টার ওয়ার্স: দ্যা রাইজ অফ স্কাইওয়াকার’ সিনেমায় স্মিথের একটি চরিত্রে অভিনয়ের কথা শোনা গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই কাজটি আর করা হয়নি। ২০১৯ সালে এক সাক্ষাৎকারে ম্যাট স্মিথ জানিয়েছিলেন- সেই চরিত্রটি ছিল একটি ‘দারুণ’ ও ‘রূপান্তরমূলক’ চরিত্র যা ‘স্টার ওয়ার্স’ এর গল্পের একটি বড় অংশ ছিল। যদিও তিনি তার ভূমিকা নিয়ে বিস্তারিত কিছু বলেননি, তবে গুজব ছিল তিনি তরুণ প্যালপাটাইনের চরিত্রে অভিনয় করতে পারেন।

জানা গেছে ‘স্টারফাইটার’ এ একাধিক খলনায়কের ভূমিকা রয়েছে যার মধ্যে একটিতে অভিনয় করবেন স্মিথ। এছাড়া সিনেমাটির জন্য একজন নারী খলনায়কও খোঁজা হচ্ছে। এই সিনেমাটি ২০২৭ সালের ২৮ মে মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে এই বিষয়ে লূকাসফিল্ম এর পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। খবরটি প্রথম প্রকাশ করে ‘ডেডলাইন’।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার