মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

আদিবাসী দিবসের নাটকে জ্যোতি সিনহা

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ১১:৫২ এএম

বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে নির্মাণ করা হয়েছে বিশেষ নাটক 'জয়া'। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন নাট্য ব্যক্তিত্ব শুভাশিস সিনহা। নাটকে 'জয়া' চরিত্রে অভিনয় করেছেন মঞ্চকর্মী জ্যোতি সিনহা। শহরে বড় হওয়া মণিপুরি মেয়ে জয়া একদিন মৃত্যুপথযাত্রী মায়ের কাছে জানতে পারে তার বিস্ময়কর আত্মপরিচয়। সেই পরিচয় আর শেকড়ের সন্ধানে জয়া একদিন রওয়ানা হয় মণিপুরি পাড়ায়। আবিষ্কার করে পালাকার কানাইকে, প্রকাশ হতে থাকে এক বিষাদ ও মায়ামাখা জীবনের ছবি। বলা না-বলার গোপন বেদনায় বিহ্বল জয়া।

এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘জয়া’। নাটকে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মঞ্চকর্মী জ্যোতি সিনহা। আর পালাকার কানাইয়ের ভূমিকায় রয়েছে গৌরহরি চ্যাটার্জী।এছাড়াও আছেন নির্মল কুমার সিনহা, অঞ্জনা সিনহা, সজলকান্তি সিংহ, স্বর্ণালী শর্মা, চয়ন, সমরজিৎ, শাশ্বতী সহ মণিপুরি থিয়েটার ও মণিপুরি সম্প্রদায়ের একঝাঁক অভিনয়শিল্পী।

নাটকের চিত্রগ্রাহক আবিদ মল্লিক, প্রযোজক উত্তম কুমার সিংহ, শিল্প নির্দেশক সজলকান্তি সিংহ, সংগীতে শর্মিলা সিনহা, সম্পাদনায় ফয়সাল নিপুণ, সহকারী পরিচালনায় জন উইলিয়াম। প্রযোজনা সংস্থা তাহারা। আগের দিন আগামীকাল ৮ আগস্ট শুক্রবার রাত সাড়ে ৯টায় প্রচার হবে বিশেষ নাটক 'জয়া'। বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে ৮ আগস্ট শুক্রবার রাত সাড়ে ৯টায় নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট