
বাংলাদেশের এই প্রজন্মের সুরেলা কণ্ঠশিল্পীদের মধ্যে অন্যতম জিনিয়া জাফরিন লুইপা। ‘সেরাকন্ঠ’খ্যাত এই সঙ্গীতশিল্পী ইতোমধ্যে নিজের একটা আলাদা অবস্থান তৈরি করে নিয়েছেন। তার কণ্ঠে বেশকিছু আধুনিক গান জনপ্রিয়তা পেয়েছে। ‘এই দেখা শেষ দেখা’, ‘ছায়বাজি’, ‘জেন্টলম্যান’, ‘ধীরে ধীরে’, ‘রঙ্গিলা হাওয়া’, ‘মন খারাপের দিন’ সহ আরো বেশ কিছু গানের মাধ্যমে পরিচিতি পেয়েছেন লুইপা। আজ ৮ আগষ্ট লুইপার জন্মদিন।
লুইপার জন্ম বগুড়ায়। তিনি ২০০৭ সালে এসএসসি এবং ২০০৯ সালে এইচএসসি সম্পন্ন করেন বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে। লুইপা তিন বছর বয়সে গান গাওয়া শিখতে শুরু করে। তিন বছর বয়সে সে পুরো গান মুখস্থ করতে পারত, তাই তার বাবা-মা তাকে সঙ্গীত শেখার কথা ভেবেছিলেন। সঙ্গীতের পাশাপাশি সে বাংলাদেশ শিশু একাডেমিতে নৃত্য, অভিনয় এবং আবৃত্তির মতো অন্যান্য শিল্প শিখেছিল। অল্প বয়সেই সে অনেক জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে গানে ১৪টি স্বর্ণপদক অর্জন করে। ‘নতুন কুড়ি’ এবং ‘শাপলা কুড়ি’তে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হোন।
২০১০ সালে সে চ্যানেল-আই সেরা কণ্ঠে অংশগ্রহণ করেন এবং ফাইনালিস্টদের একজন ছিলেন এবং চতুর্থ স্থান অধিকার করেন। এর পর থেকে তার পেশাদার যাত্রা শুরু হয়। টেলিভিশন, ওপেন এয়ার কনসার্ট, টিভিসি, মিশ্র অ্যালবামে উপস্থিত হতে শুরু করেন তিনি। তার একক অ্যালবাম ছায়াবাজি' ২০১৪ সালে প্রকাশ হয়।
২০১৭ সালে সে তার একক ট্র্যাক জেন্টলম্যান' প্রকাশ করে। সালে তিনি তার নতুন মিউজিক ভিডিও রঙ্গিলা হাওয়া প্রকাশ করেন। এই মিউজিক ভিডিওতে লুইপার সঙ্গে অভিনয় করেছেন অভিনেতা জিয়াউল রোশান । ২০২২ সালে তার নতুন গান নাচ ময়ুরী নাচ প্রকাশ হয়। গানটি লিখেছেন ও সুর করেছেন কৌশিক হোসেন তাপস। এই মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন অভিনেত্রী নুসরাত জাহান।
মন্তব্য করুন