মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

‘ফাইনাল ডেস্টিনেশন ৭’ এর কাজ শুরু, ফিরছেন ‘ব্লাডলাইন্স’ লেখক

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ০৩:২৬ পিএম

জনপ্রিয় হরর ফ্র্যাঞ্চাইজি ‘ফাইনাল ডেস্টিনেশন’ এর সপ্তম কিস্তি তৈরির কাজ শুরু হয়েছে। নিউ লাইন সিনেমার ব্যানারে নির্মাণ হতে চলা এই নতুন ছবির চিত্রনাট্য লেখার জন্য ফিরছেন ‘ব্লাডডলাইন্স’ এর সহ-লেখক লরি ইভান্স টেলর।

ওয়ার্নার ব্রাদার্স এবং নিউ লাইন সিনেমার এই ছবিটি প্রযোজনা করছেন ক্রেইগ পেরি, শিলা হানাহান টেলর, জন ওয়াটস, ডায়ান ম্যাকগুনিগল এবং টোবি এমেরিক। নির্বাহী প্রযোজকের দায়িত্বে রয়েছেন ওয়ারেন জাইড।

এই বছরের মে মাসে মুক্তি পাওয়া সিরিজের ষষ্ঠ ছবি ‘ফাইনাল ডেস্টিনেশন: ‘ব্লাডডলাইন্স’ বিশ্বব্যাপী বক্স অফিসে প্রথম স্থান দখল করেছিল। ছবিটি শুধু সিরিজের মধ্যে সেরা ওপেনিং উইকেন্ডই পায়নি বরং বিশ্বজুড়ে ২৮৬ মিলিয়ন ডলার আয় করে ফ্র্যাঞ্চাইজির সর্বোচ্চ আয় করা ছবি হিসেবে রেকর্ড গড়েছে। এই সাফল্যের পরেই সপ্তম কিস্তির ঘোষণা এলো।

দীর্ঘ ১৪ বছর পর এই ফ্র্যাঞ্চাইজিকে আবার চাঙ্গা করে তুলেছেন লরি ইভান্স টেলর ও গ্যারি বুসিক। ‘ব্লাডলাইন্স’ ছবিতে তারা ‘মৃত্যু’কে নতুন আঙ্গিকে উপস্থাপন করেছেন, যেখানে একই পরিবারের একাধিক প্রজন্মের কাছে মৃত্যু ফিরে আসে। এই ছবিতে চরিত্রদের মৃত্যু ধরনগুলো ছিল অপ্রত্যাশিত এবং মজার যা দর্শকদের মুগ্ধ করেছে।

লরি ইভান্স টেলর তার কাজের জন্য বিশেষভাবে পরিচিত। তিনি ২০১৪ সালের সাইকোলজিক্যাল থ্রিলার ‘সেলার ডোর’ এবং ২০২২ সালের সুপারন্যাচারাল থ্রিলার ‘বেড রেস্ট’ এর পরিচালক ও লেখক। তার আসন্ন কাজের মধ্যে রয়েছে কার্লা নর্টনের উপন্যাস ‘দ্য এজ অফ নরমাল’ এর চিত্রনাট্য যেখানে অভিনয় করছেন ক্লোয়িগ্রেস মোরেটজ। এছাড়া তিনি ইউনিভার্সালের জন্য ‘আই অ্যাম স্টিল অ্যালাইভ’ উপন্যাসটির রূপান্তর করছেন, যেখানে অভিনয় ও প্রযোজনা করবেন বেন অ্যাফ্লেক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট