
জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে তরুণ প্রজন্মের মধ্যে সাংস্কৃতিক অনুরাগ ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত হচ্ছে কোর্স ফি মুক্ত নাট্য কর্মশালা।
কর্মশালার আয়োজন করেছে যৌথভাবে নাটকের দল নটনাট্য, সেন্টার ফর বাংলাদেশ থিয়েটার (সিবিটি) ও স্বাপ্নিক থিয়েটার। কর্মশালার সাক্ষাতকার অনুষ্ঠিত হবে ১৫ আগস্ট সকাল ১০টায় টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
কর্মশালার অন্যতম আয়োজক নাট্যকার ও নির্দেশক হুসনে মোবারক জানিয়েছেন, এই কর্মশালায় অংশগ্রহণকারীরা শিখবেন অভিনয়, সংলাপ পরিবেশন, মঞ্চ নির্দেশনা, স্ক্রিপ্ট রচনা ও নাট্য প্রযোজনার কৌশল এবং একটি পরিপূর্ণ প্রযোজনা ভিত্তিক কর্মশালা এটি।
দেশের খ্যাতিমান নাট্যকার, নির্দেশক ও অভিনয়শিল্পীদের অংশগ্রহণে কর্মশালাটি হবে সম্পূর্ণ বিনামূল্যে। তবে অংশ নিতে আগ্রহীদের পূর্ব নিবন্ধন করতে হবে। আয়োজকদের ভাষ্যে, “জুলাই বিপ্লব কেবল রাজনৈতিক আন্দোলন নয়, এটি সাংস্কৃতিক মুক্তিরও এক অনন্য প্রতীক। নাট্যকলা সেই মুক্তির বার্তা পৌঁছে দিতে সক্ষম।”
মন্তব্য করুন