মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

বিশ্বকে শান্তির বার্তা দিলেন জ্যাকি চ্যান

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ০২:৫১ পিএম

সুইজারল্যান্ডের লোকার্নো শহরে অনুষ্ঠিত হয়েছে ৭৮তম লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যাল। গতকাল (৯ জুলাই) সন্ধ্যায় এই উৎসবে সম্মানজনক ‘ক্যারিয়ার লেপার্ড’ পুরস্কারে ভূষিত হয়েছেন হংকংয়ের বিশ্ববিখ্যাত অ্যাকশন তারকা জ্যাকি চ্যান। পুরস্কার গ্রহণের সময় তাকে দেখতে আসা হাজারো দর্শকের করতালি ও উচ্ছাসে মুখরিত ছিল পিয়াজ্জা গ্র্যান্ডে স্কয়ার।

পুরস্কার হাতে নিয়ে জ্যাকি চ্যান তার চিরচেনা হাস্যোজ্জ্বল ভঙ্গিতে বলেন- ‘এই পুরস্কারটি খুবই, খুবই ভারী’! এরপর ইতালীয় ভাষায় দর্শকদের অভিবাদন জানিয়ে তিনি তার আনন্দ প্রকাশ করেন। জ্যাকি আরো বলেন- ‘এখানে আসতে পেরে আমি সত্যিই খুব খুশি এবং সম্মানিত। এই চমৎকার পুরস্কারের জন্য লোকার্নো এবং সকল দর্শককে ধন্যবাদ জানাই। এবং বিশ্বজুড়ে আমার ভক্তদের প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ, কারণ আপনাদের ভালোবাসার জন্যই আজ আমি এখানে দাঁড়িয়ে আছি’।

দর্শকদের উচ্ছাস আরও বাড়িয়ে দিয়ে জ্যাকি আরো যোগ করেন- ‘একবার আমার বাবা আমাকে জিজ্ঞেস করেছিলেন ৬০ বছর বয়সেও আমি লড়াই করতে পারব কি না। দেখুন, আজ আমার বয়স ৭১, আর আমি এখনও লড়াই করতে পারি’! তিনি জানান, চলচ্চিত্র জগতে তার কর্মজীবনের ৬৪ বছর পূর্ণ হয়েছে।

পুরস্কার বিতরণী শেষে বিশ্বজুড়ে শান্তি ও ভালোবাসার বার্তা দিয়ে তার বক্তব্য শেষ করেন তিনি, বলেন- ‘লাভ অ্যান্ড পিস। লাভ ইউ অল! টি আমো’ (তোমাদের ভালোবাসি)’।

উৎসবের সময় জ্যাকি চ্যানকে দেখতে আসা ভক্তদের উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। অনেকে জ্যাকি চ্যানের ছবিযুক্ত টি-শার্ট পরে এসেছিলেন এবং তার নাম লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে এসেছিলেন। এমনকি রেড কার্পেটে হাঁটার সময়ও তিনি ভক্তদের উদ্দেশ্যে মার্শাল আর্টের স্টাইল করে দেখান এবং উড়ন্ত চুম্বন ছুঁড়ে দেন।

লোকার্নো উৎসবের শৈল্পিক পরিচালক জিয়োনা এ. নাজারো জ্যাকি চ্যান সম্পর্কে বলেন- ‘জ্যাকি চ্যান কেবল একজন এশিয়ান মেগাস্টার নন, তিনি একজন মাস্টার ফিল্মমেকার, যার অ্যাকশন সিনেমা পূর্ব এবং পশ্চিমের মধ্যে সেতুবন্ধন তৈরি করেছে’।

১৯৬২ সালে মাত্র ৭ বছর বয়সে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে তার পথচলা শুরু হয়। তখন থেকে এখন পর্যন্ত অসংখ্য কালজয়ী চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে প্রজেক্ট এ এবং পুলিশ স্টোরি। লোকার্নো উৎসবে এই দুটি চলচ্চিত্রও প্রদর্শিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
‘বোম্বে ভেলভেট’এ রণবীর সিং এর পরিবর্তে রণবীর কাপুর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, যে সিনেমা মুক্তি স্থগিত চেয়ে রিট