
এই প্রথম কোনো ছবির তিন সিক্যুয়ালে অভিনয়ের কথা রয়েছে শাকিব খানের। ‘বরবাদ’ খ্যাত পরিচালক মেহেদী হাসান হৃদয় এই ছবি পরিচালনা করবেন। জানা গেছে আগামী কোনো এক ঈদে এই তিন সিক্যুয়ালের ছবি মুক্তি দেয়া হবে একসাথে।
জানা গেছে এই ছবির প্রস্তুতি ও চিত্রনাট্যের কাজ চলছে। তিনটি আলাদা আলাদা পর্ব হবার কারণে চিত্রনাট্য লিখতে সময় লাগবে। এমন নয় যে তিন সিক্যুয়াল এর ছবি একটার পর একটা মুক্তি দেয়া হবে। একই সাথে কোনো এক ঈদে মুক্তি দেবার পরিকল্পনা রয়েছে তার।
নির্মাতা জানিয়েছেন যেহেতু বড় ক্যানভাস এবং অনেক প্রস্তুতির ব্যাপার সে কারণে সব প্রস্তুতি ও চিত্রনাট্যের কাজ শেষ হলে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তারা। একই সাথে শুরু হবে তিন পর্ব শুটিং এর কাজ যা মুক্তি পাবে আগামী কোনো এক ঈদে।
ছবির গল্প শাকিব খানকে জানানো হয়েছে এবং তিনি এই ছবি করতে রাজি হয়েছেন বলে জানা গেছে। এখন আনুষ্ঠানিক ঘোষণা বাকি।তবে ছবির নাম ও অন্য সব অভিনেতা অভিনেত্রীদের তালিকা চূড়ান্ত হয় নি।
মন্তব্য করুন