বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

অমিতাভ-রেখার অসমাপ্ত প্রেম, মুজাফফর আলীর মন্তব্যে নতুন বিতর্ক

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ১২:৩৬ পিএম

‘উমরাও জান’ ছবির পরিচালক মুজাফফর আলী সম্প্রতি অভিনেতা অমিতাভ বচ্চন ও রেখার সম্পর্ক নিয়ে এক চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। তিনি মনে করেন অমিতাভের উচিত ছিল রেখাকে বিয়ে করা। এই মন্তব্যের প্রেক্ষিতে আবারও বলিউডের ইতিহাসের অন্যতম বিতর্কিত অধ্যায়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

মুজাফফর আলী রেখার জীবনী গ্রন্থ ‘রেখা: দ্য আনটোল্ড স্টোরি’-তে লেখক ইয়াসের উসমানকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন। মুজাফফর আলী উসমানকে বলেছিলেন রেখা একজন অত্যন্ত সংবেদনশীল নারী। তিনি আরও উল্লেখ করেন ‘উমরাও জান’-এর শুটিং চলাকালীন দিল্লিতে অমিতাভ বচ্চন প্রায়ই সেটে আসতেন। এই প্রসঙ্গে আলী বলেন- রেখা যখনই অমিতাভের কথা বলতেন তিনি বিবাহিত নারীদের মতো ‘ইঁকো’ বা ‘ইঁহোনে’ শব্দ ব্যবহার করতেন। পরিচালকের মতে রেখা নিজেকে অমিতাভের বিবাহিত স্ত্রী হিসেবেই ভাবতেন।

মি.আলী অন্যান্য সহকর্মীদের মতো এই বিষয়ে দ্বিধাগ্রস্ত ছিলেন না। তিনি সরাসরি এবং স্পষ্টভাবে জানান- ‘সে (রেখা) তার (অমিতাভ) প্রেমে ছিল এবং আছে। অমিতাভের উচিত ছিল তাকে একটি পরিচয় দেওয়া। অমিতাভের রেখাকে বিয়ে করা উচিত ছিল’।

প্রসঙ্গত, ১৯৭৩ সালে অমিতাভ বচ্চন অভিনেত্রী জয়া বচ্চনকে বিয়ে করেন। ১৯৮০-এর দশকে যখন অমিতাভ ও রেখার সম্পর্ক নিয়ে গুঞ্জন তুঙ্গে ওঠে, তখন পরিচালক যশ চোপড়া তার ‘সিলসিলা’ ছবিতে এই তিনজনকে নিয়ে কাজ করেন। ছবিটি ছিল পরকীয়া সম্পর্কের উপর ভিত্তি করে নির্মিত।

যশ চোপড়া বিবিসি এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন- ‘আমি সবসময় খুব সতর্ক এবং ভীত থাকতাম, কারণ এটা যেন বাস্তব জীবনকেই পর্দায় নিয়ে আসা। জয়া তার স্ত্রী এবং রেখা তার প্রেমিকা; একই গল্প চলছিল। যেকোনো কিছু ঘটতে পারতো, কারণ তারা একসঙ্গে কাজ করছিল’।

‘সিলসিলা’ ছবিটি বক্স অফিসে সাফল্য পায়নি এবং এটি একটি বাণিজ্যিক ব্যর্থতা হিসেবে বিবেচিত হয়। এই ছবির পর অমিতাভ বচ্চন এবং রেখাকে আর কখনো একসঙ্গে কোনো ছবিতে দেখা যায়নি।

কর্মজীবনের দিক থেকে ২০১৪ সালে ‘সুপার নানি’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে সর্বশেষ দেখা যায় রেখাকে। অমিতাভ বচ্চনের সর্বশেষ ছবি ‘ভেট্টিয়ান’ যা মুক্তি পায় ২০২৪ সালে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার