
‘ওয়েপন্স’ ছবির পরিচালক জ্যাক ক্রেগার সম্প্রতি ‘রেসিডেন্ট ইভিল’ ফ্র্যাঞ্চাইজির আসন্ন চলচ্চিত্র নিয়ে তার পরিকল্পনা জানিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন তার ছবিটি জনপ্রিয় ভিডিও গেম সিরিজের কোনো নির্দিষ্ট চরিত্রের গল্প পুনরায় তৈরি করবে না বরং তিনি গেমের মূল থিমের প্রতি অনুগত থেকে একটি সম্পূর্ণ নতুন ও মৌলিক গল্প তৈরি করতে চান।
গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জ্যাক ক্রেগার জানান তিনি ‘রেসিডেন্ট ইভিল’ গেমগুলোর একজন বড় ভক্ত এবং তার ছবিটি গেমগুলোর প্রতি একটি ভালোবাসার চিঠি হিসেবে কাজ করবে। তিনি বলেন- ‘আমি গেমগুলোর নিয়ম ভাঙছি না। বরং তিনি এমন একটি গল্প বলতে চান যা গেমের মূল কাহিনির সঙ্গে সঙ্গতিপূর্ণ হলেও একটি নতুন প্লট নিয়ে আসবে।
ক্রেগার বলেন- ‘এটি গেমের লোরের প্রতি অনুগত, তবে এটি একটি ভিন্ন গল্প। আমি লিওনের গল্প বলতে যাচ্ছি না, কারণ লিওনের গল্প গেমের মধ্যে বলা হয়েছে। ভক্তদের কাছে সেটি আগেই আছে’।
বহুল জনপ্রিয় এই হরর ভিডিও গেম ফ্র্যাঞ্চাইজি অবলম্বনে ছবিটি পরিচালনা করছেন জ্যাক ক্রেগার নিজেই। তিনি তার সহ-লেখক শেই হ্যাটেনের সঙ্গে চিত্রনাট্যও লিখেছেন। ছবিটি প্রযোজনা করছে কনস্ট্যান্টিন ফিল্ম, ভার্টিগো এন্টারটেইনমেন্ট এবং প্লেস্টেশন প্রোডাকশনস।
১৯৯৪ সালে প্লেস্টেশনে প্রথম ‘রেসিডেন্ট ইভিল’ গেমটি মুক্তি পায়। এরপর ২০০২ সালে এর প্রথম চলচ্চিত্রটি মুক্তি পায়, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেন মিলা জোভোভিচ। এরপর জোভোভিচ এই সিরিজের আরও পাঁচটি ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেন। সর্বশেষ ২০২১ সালে জোহানেস রবার্টস লেখক ও পরিচালক হিসেবে ‘রেসিডেন্ট ইভিল: ওয়েলকাম টু র্যাকুন সিটি’ নামের একটি রিবুট চলচ্চিত্র তৈরি করেন। ক্রেগার জানান- তার লক্ষ্য হলো ‘রেসিডেন্ট ইভিল’ গেমগুলোর সিনেম্যাটিক অভিজ্ঞতাকে বড় পর্দায় ফুটিয়ে তোলা।
মন্তব্য করুন