
বলিউডের দুই অভিনয়শিল্পী ঐশ্বরিয়া রাই এবং অভিষেক বচ্চনের বিচ্ছেদের গুঞ্জন অনেক দিন থেকেই। বিশেষ করে গত কয়েক বছরে অসংখ্যবার শোনা গেছে স্বামী অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানতে যাচ্ছেন ঐশ্বরিয়া। তবে কিন্তু গুঞ্জন জোরালো হতে না হতেই হঠাৎ করে থেমে গেছে। এবার যখন নেটিজেনরা ধরেই নিয়েছে যে এই দম্পতি সত্যিই বিচ্ছেদের পথে আগাচ্ছেন, ঠিক তখনই এক ভিডিও সবার ভাবনা মিথ্যা প্রমাণ করলো।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে রোববার ভোরে ফিরে আসার পর মুম্বাই বিমানবন্দরে বেশ হাসিখুশি মুখে দেখা যায় অভিষেক ও ঐশ্বরিয়াকে। সঙ্গে ছিলেন তাদের একমাত্র কন্যা আরাধ্যও। অভিষেককে ব্রাউন জ্যাকেট আর মা-মেয়েকে কালো পোশাকে দেখা গেছে এদিন। তারা পারিবারিক ছুটি কাটিয়ে মুম্বাই ফিরেছেন।
ভিডিওতে শুধু দেখা গেছে, এই পরিবার এয়ারপোর্ট থেকে বের হয়ে এক গাড়িতে চেপে বসেছেন। তাদের দেখে একদম মনে হয়নি যে মধ্যে সম্পর্কে কোন তিক্ততা আছে। অভিষেক স্ত্রীর জন্য অপেক্ষা করেন, গাড়ির দরজা খুলে দেন। ফলে এই ভিডিওই অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদের গুঞ্জনে একদম পানি ঢেলে দিয়েছে।
কিছুদিন আগে হিন্দি সিনেমায় নিজের ২৫ বছর পূর্তি উপলক্ষে দেয়া এক সাক্ষাৎকারে অভিষেক বলেন, ঐশ্বরিয়ার সঙ্গে সম্পর্কের বিষয়টি আমি যতই পরিষ্কার করি না কেন এর সমাধান হবে না। আমি যা-ই বলব সত্যির বদলে লোক তথ্য বিকৃত করবে। কারণ, নেতিবাচক খবরই বিক্রি হয়। তাই এখন ভাবি, আমার জীবনের সঙ্গে যারা জড়িয়ে নেই, তাদের উত্তর দেওয়ার দায়ও আমার নেই।
মন্তব্য করুন